লিটারে পালনকারী মুরগি -
i. মেঝেতে ডিম পাড়ে
ii. অপেক্ষাকৃত বড় ডিম দেয়
iii. ডিম খেয়ে ফেলতে পারে
নিচের কোনটি সঠিক?
বীজ ডিম-
i. হাঁড়িতে তেল মাখিয়ে অনেক দিন রাখা যায়
ii. গরম কালে ৩-৫ দিন সংরক্ষণ করা হয়
iii. শীতকালে ৭ দিন সংরক্ষণ করা হয়
হালিমা ডিমগুলো -
i. বাছাই করে প্লাস্টিক ট্রেতে রাখবে
ii. ১০-১২° সে. তাপমাত্রায় সংরক্ষণ করবে
iii. তেল মাখিয়ে সংরক্ষণ করবে
সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক তৈরিকৃত নার্সারির চারা -
i. সতেজ
ii. পরিবহন খরচ কম
iii. ব্যাপক হারে বনায়নের অনুপযোগী
পলিব্যাগে চারা তৈরি ও পরিচর্যা করা হলে-
i. সহজে স্থানান্তর করা যায়
ii. খরচ অনেক কম হয়
iii. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা যায়
কৃষিক্ষেত্রে নার্সারির সুবিধা হলো—
i. সহজে চারার যত্ন নেওয়া যায়
ii. চারা বিতরণ ও বিপণন করতে সুবিধা হয়
iii. চারা তৈরির জন্য অল্প স্থান ও কম শ্রম লাগে
উল্লিখিত ‘খ’ নার্সারির বৈশিষ্ট্য—
i. মাটিতে বেড করে চারা উৎপাদন করা হয়
ii. শুধুমাত্র বেসরকারিভাবে করা হয়
iii. চারা উত্তোলন করে পলিব্যাগে স্থানান্তর করা হয়
পট বেডে পলিব্যাগের সাইজ ১৮ সেমি × ১২ সেমি হলে প্রতি বর্গমিটারে চারার সংখ্যা কত হবে?
নার্সারি স্থাপনকালে বিবেচনায় রাখতে হয় -
i. সেচ ব্যবস্থা
ii. বিদ্যুৎ ব্যবস্থা
iii. যোগাযোগ ব্যবস্থা
নার্সারির ক্ষেত্রে প্রযোজ্য -
i. প্রতিটি ব্লকে ৩-৫টি লম্বালম্বি বেড থাকবে
ii. দুই বেডের দূরত্ব ২৫ সেমি রাখতে হবে
iii. প্রধান পরিদর্শন পথ ২-৩ সেমি হবে
উক্ত নার্সারিতে থাকবে—
i. ২-৩ মি চওড়া প্রধান পরিদর্শন পথ
ii. ৩-৪ মি চওড়া পার্শ্ব পরিদর্শন পথ
iii. পার্শ্ব পরিদর্শন পথে ট্রলি চলাচলের পর্যাপ্ত জায়গা