করিম মিয়া রহিম মিয়ার পদ্ধতিতে পশু পালন করতে চাইলে তাকে কত সারি বিশিষ্ট গোয়াল ঘর তৈরি করতে হবে?
রহিম মিয়ার পশু পালন পদ্ধতিটি হলো—
i. গোয়াল ঘরে পালন
ii. দুই সারি বিশিষ্ট
iii. চারণ ভূমিতে পালন
নিচের কোনটি সঠিক?
পশুর সংখ্যা ১০ এর কম হলে কত সারিবিশিষ্ট ঘর প্রয়োজন?
খামারে পশু পালন করলে-
i. রোগ প্রতিকার সম্ভব হয়
ii. পশু শাস্ত থাকে
iii. কায়িক শ্রম কমে যায়
মতিন সাহেবের গরুর সংখ্যা কত হতে পারে?
চিকিৎসক মতিন সাহেবকে কী পরামর্শ দিয়েছিলেন?
মতিন সাহেবের গরু মাঝে মাঝেই রোগাক্রান্ত হওয়ার কারণ—
i. গরুগুলোকে সব সময় ঘরে আবদ্ধ রাখা
ii. ঘরে আলো বাতাসের অভাব
iii. সঠিক পরিচর্যার অভাব
নিচের কোনটি সঠিক ?
২টি গরুকে খড়ের সাথে দৈনিক কত গ্রাম ঝোলাগুড় মিশিয়ে খেতে দিতে হয়?
উন্নত ও সংকর জাতের গাভির ক্ষেত্রে প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য কত কেজি সবুজ ঘাস সরবরাহ করতে হবে?
ওজন ভেদে একটি উন্নত জাতের গরুকে দৈনিক কত কেজি সবুজ ঘাস দিতে হয়?
গরুকে ঘাসের পরিবর্তে কোন গাছের পাতা খাওয়ানো যায়?
উন্নত ও সংকর জাতের গাভির ক্ষেত্রে প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য কত কেজি খড় সরবরাহ করতে হবে?
খড়, খৈল, ভুসি ও ভাতের মাড়ের সাথে কত গ্রাম ঝোলাগুড় মিশিয়ে গরুকে খাওয়ালে দুধ উৎপাদন বেড়ে যায়?
৩ লি পরবর্তী প্রতি ৩ লি দুধ উৎপাদনের জন্য আরও কত কেজি দানাদার খাদ্য দিতে হয়?
গাভির দানাদার খাদ্যে শতকরা কত ভাগ চালের কুঁড়া থাকতে হবে?
একটি দুধালো গাভিকে দৈনিক কত গ্রাম হাড়ের গুঁড়া দিতে হবে?
একটি উন্নত জাতের গাভি দৈনিক কত লিটার পানি পান করতে পারে?
এদেশের পশুর সবুজ ঘাসের অভাবের কারণ -
i. পশু সংখ্যা অনেক বেশি
ii. পরিকল্পিতভাবে চারণ ভূমি তৈরি না করা
iii. উন্নত জাতের ঘাস চাষে উদাসীনতা
গাভির জন্য বাছেদ মিয়াকে দৈনিক কত কেজি সবুজ ঘাস সরবরাহ করবে?
বাছেদ মিয়া গাভির জন্য দৈনিক কত কেজি খড় সরবরাহ করবে?