গর্তের মাটিতে গোবর ও রাসায়নিক সার মিশিয়ে কত দিন রোদে শুকাতে হয়?
সড়ক ও বাঁধের ধারে বৃক্ষরোপণ করলে-
i. মাটির ক্ষয়রোধ হয়
ii. পশুখাদ্য তৈরি হয়
iii. জাতীয় উৎপাদন কমে যায়
নিচের কোনটি সঠিক?
সড়ক ও বাঁধের ধারে বৃক্ষ রোপণের সুবিধা হলো—
i. বৃষ্টিপাত রোধ করা
ii. জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি করা
iii. কীটপতঙ্গের আবাস সৃষ্টি করা
এখানে কোন পদ্ধতিতে বনায়ন কর্মসূচি করা হয়েছে?
উদ্দীপকের বাঁধের ধারে কী গাছ লাগানো হয়েছে—
i. কৃষ্ণচূড়া
ii. আম
iii. রেইনট্রি
একই ভূমিতে সুবিবেচিতভাবে বৃক্ষ, ফসল ও পশুখাদ্য উৎপাদন করাকে কী বলা হয়?
কৃষি বনায়নে সাধারণত কয় ধরনের নকশা দেখা যায়?
কৃষি জমিতে কত ধরনের কৃষি ফসলের সাথে বৃক্ষের চাষ করা হয়?
বৃক্ষ জাতীয় গাছের দুই সারির মাঝে কৃষিজ ফসলের চাষ পদ্ধতিকে কী বলে?
অ্যান্সি ক্রপিং পদ্ধতিতে কোন জাতীয় বৃক্ষ সারিবদ্ধভাবে লাগাতে হয়?
অ্যানি ক্রপিং এর অন্তর্ভুক্ত কোনটি?
বসতবাড়িতে কৃষি বনায়ন মডেলে -
i. হাঁস-মুরগি পালন করা যায়
ii. শোভাবর্ধনকারী গাছ লাগানো যায়
iii. শাক-সবজি চাষ করা যায়।
কৃষি বনায়নের উপযুক্ত স্থান হলো -
i. বসত বাড়ির আঙিনা
ii. পতিত ও প্রান্তিক জমি
iii. পুকুর ও জলাশয়ের পাড়
কৃষি বনায়নের মডেল তৈরির সময় বিবেচনা করতে হয়-
i. ভূমির অবস্থান
ii. কৃষকের চাহিদা
iii. যোগাযোগ ব্যবস্থা
মৎস্য, বৃক্ষ ও ফসল মডেল দ্বারা—
i. মাছ চাষ করা যায়
ii. গবাদিপশু পালন করা যায়
iii. ফলদ ও বনজ বৃক্ষ চাষ করা যায়
রহিমের প্রচেষ্টা সফল করতে কৃষি বনায়নে নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করবে?
রহিমের প্রকল্প বাস্তবায়নে বেশি গুরত্ব বহন করে—
i. মাটির বৈশিষ্ট্য
ii. রহিমের চাহিদা
iii. ভূমির অবস্থান
মাঝারি নিচু ও নিচু এলাকায় কোন উদ্ভিদটি চাষ করা যায়?
বাড়ির চারদিকে, খেলার মাঠের চারদিকে নদী, খাল প্রভৃতি স্থানে কী ধরনের উদ্ভিদ চাষ করা হয়?
নিচের কোন গাছটি জলাবদ্ধতা সহ্য করতে পারে?