মাসুদ মিয়ার ক্ষেত রোগাক্রান্ত হওয়ার কারণ কী?
মাসুদ মিয়ার প্রথমোক্ত কাজটি করার কারণ, এতে—
i. ব্রীজ রোগমুক্ত হবে
ii. বীজের আর্দ্রতা ঠিক থাকবে
iii. পাখি বীজ খেতে পারবে না।
নিচের কোনটি সঠিক?
মাশরুমে কোন এসিড বিদ্যমান থাকে?
পুষ্টিমানের বিচারে সেরা ফসল কোনটি?
অত্যন্ত উন্নতমানের আমিষ পাওয়া যায় কোনটি থেকে?
প্রতি ১০০ গ্রাম শুকনা মাশরুমে কত গ্রাম আমিষ পাওয়া যায়?
মাশরুমের আমিষে কতটি এমাইনো এসিড পাওয়া যায়?
প্রতি ১০০ গ্রাম শুকনা মাশরুমে কত গ্রাম চর্বি আছে?
দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মাশরুমের কোন উপাদান?
থায়ামিন (বি১), রিবোফ্লাবিন (বি২), নিয়াসিন ইত্যাদি ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায় কোনটিতে?
সবচেয়ে কম সময়ের মধ্যে কোন খাদ্যটি উৎপাদন করা যায়?
মাশরুম এক ধরনের-
i. ব্যাঙের ছাতা
ii. ছত্রাক
iii. সবজি
মাশরুমের চর্বির কাজ হলো—
i. হাড় ও দাঁত তৈরিতে সহায়তা করে
ii. ক্যালসিয়াম ও ফসফরাসের কার্যকারিতা বাড়ায়
iii. ক্যালসিয়াম প্রতিরোধ করে
ধনঞ্জয়ের কেনা সবজিতে কত গ্রাম চর্বি পাওয়া যাবে?
উল্লিখিত পরিমাণ মাশরুম থেকে কী পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ পাওয়া সম্ভব?
মিলন দেশের উন্নয়নে ভূমিকা রাখছে—
i. অন্যের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে
ii. নিজে আর্থিকভাবে লাভবান হয়ে
iii. পুষ্টির চাহিদা মিটিয়ে
শীতাকে, বাটন, শিমাজি ও ইনোকি মাশরুম চাষ করা হয় কখন?
বারোমাসি মাশরুম হলো-
কতদিনের মধ্যে মাশরুমের অঙ্কুর বের হয়?
ভালো স্পনের প্যাকেট কোনটি দ্বারা পূর্ণ থাকে?