ফসল কাটার সময় কোন বিষয়টি বিবেচনা করতে হয়?
ধান কাটার জন্য কত শতাংশ ধান পরিপক্ক হওয়া প্রয়োজন?
ফসল সংগ্রহের সময় কোনটি বিবেচনা করতে হয়?
মাড়াই-ঝাড়াই করার পর দানাকে কতবার রোদে শুকাতে হবে?
ফসল সংগ্রহ ও বাছাইকরণে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করলে—
i. ন্যায্য মূল্য পাওয়া যায়
ii. সঠিক সময়ে বাজারজাত করা যায়
iii. ফসলের গুণগত মান অক্ষুণ্ণ রাখা যায়
নিচের কোনটি সঠিক?
কাতলা মাছের পোনা প্রতি শতকে কতটি মজুদ করা যেতে পারে?
পুকুরে প্রতি শতকে কতটি মৃগেল পোনা মজুদ করা যায়?
প্রতিদিন মজুদকৃত মাছের মোট ওজনের শতকরা কত ভাগ হারে খাবার দিতে হবে?
সাকিবকে মৎস্য কর্মকর্তা পরামর্শ দিতে পারেন—
i. আক্রান্ত মাছ ধরে পুঁতে ফেলা
ii. পুকুর শুকিয়ে সকল মাছ ধরে ফেলা
iii. পুকুরে চুন ও লবণ প্রয়োগ করা
সাকিবের পুকুরের মাছের রোগটি হওয়ার কারণ কী?
মামুন সাহেব তার পুকুরে ৭-১০ সেমি আকারের কী পরিমাণ পোনা মাছ মজুদ করতে পারবেন?
উল্লিখিত সময়ে মামুন সাহেবের কী করণীয়?
i. পুকুরে চুন প্রয়োগ করবেন
ii. লবণ পানিতে মাছকে গোসল করাবেন
iii. পুকুরে টিএসপি সার দেবেন
মালেকের পুকুরে ৭-১০ সেমি আকারের মোট কতটি পোনা মজুদ করা যাবে?
মালেকের পুকুরে ঐ অবস্থায় মাছ চাষ করলে-
i. মাছের সংখ্যা কমবে
ii. উৎপাদন খরচ কমবে
iii. রোগের প্রাদুর্ভাব বাড়বে
রহিম সাহেব পুকুরে কী পরিমাণ পোনা মাছ মজুদ করেন?
রহিম সাহেবের পুকুরের পোনা মাছ মরার কারণ হলো—
i. ঠাণ্ডা আবহাওয়া ও অতিরিক্ত সার প্রয়োগ
ii. পলিব্যাগে অক্সিজেন এর ব্যবস্থা না করা
iii. পলিব্যাগের এবং পুকুরের পানির তাপমাত্রার তারতম্য থাকা
বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক শিল্পের পরেই কোনটির স্থান?
আমাদের দেশে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়?
কোনটি মিঠা পানির চিংড়ির প্রজাতি?
লোনা পানির চিংড়ির প্রজাতি কোনটি?