ইউরিয়া সার গুটি আকারে প্রয়োগ করলে শতকরা কত ভাগ সার সাশ্রয় হয়?
কোন সার পানিতে সহজে দ্রবণীয়?
কোন সার ফসলের চাহিদা অনুযায়ী কিস্তিতে প্রয়োগ করতে হয়?
পটাশ, গন্ধক ও দস্তা জাতীয় সার ফসলে কত বার প্রয়োগ করতে হয়?
ধান চাষে ইউরিয়া সার প্রয়োগের ক্ষেত্রে-
i. Leaf color chart ব্যবহার করা উচিত
ii. দানাদার ইউরিয়া ব্যবহার করা উচিত
iii. গুটি ইউরিয়া প্রয়োগ করা উচিত
নিচের কোনটি সঠিক?
রাসায়নিক সার ব্যবহার করা যাবে না -
i. বীজের ওপর
ii. গাছের কাণ্ডের খুব কাছাকাছি
iii. ভেজা কচিপাতার ওপর
শানু মিয়ার জমিতে হেক্টর প্রতি কী পরিমাণ নাইট্রোজেন সার সাশ্রয় হয়েছে?
ইউরিয়া সার প্রয়োগে শানু মিয়ার করা উচিত—
i. গুটি ইউরিয়া ব্যবহার করা
ii. ইউরিয়া প্রয়োগ করা
iii. LCC পদ্ধতি ব্যবহার করা
উদ্দীপকে কোন পদ্ধতির কথা বলা হয়েছে?
উক্ত পদ্ধতিতে ইউরিয়া প্রয়োগ করলে—
i. ধানের ফলন ঠিক থাকে
ii. ইউরিয়া কম লাগে
iii. নাইট্রোজেন সার বেশি মাত্রায় প্রয়োগ করতে হয়
সেচের পানির মূল উৎস কী?
অবস্থান অনুসারে সেচের পানির উৎস কত প্রকার?
কোনটি ভূ-উপরিস্থ পানি?
বাংলাদেশের মোট জমির কত শতাংশ সেচের আওতাভূক্ত?
IWMI এর পূর্ণ রূপ কী?
এ দেশের কত লক্ষ হেক্টর জমিতে ভূ-গর্ভস্থ সেচ দেওয়া হয়?
এ দেশের কত লক্ষ হেক্টর জমিতে ভূ-উপরিস্থ সেচ দেওয়া হয়?
আমাদের দেশে আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী সেচ দক্ষতা কত?
জমিতে সেচে ব্যবহৃত পানির কত ভাগ অপচয় হয়?
বোরো ধান চাষে মোট উৎপাদন খরচের কত শতাংশ সেচের জন্য খরচ হয়?