বীজতলার রক্ষণাবেক্ষণমূলক কাজ হলো -
i. মাটি সমান রাখা
ii. কাঁচা গোবর প্রয়োগ
iii. আগাছা পরিষ্কার রাখা
নিচের কোনটি সঠিক?
বীজতলা যাতে বেশি শুকিয়ে না যায় সে জন্য-
i. চারাগাছের গোড়া খড়কুটা দিয়ে ঢেকে দিতে হবে
ii. আগাছা পরিষ্কার রাখতে হবে
iii. অয়া প্রদানের ব্যবস্থা করতে হবে
রাকিবের আশানুরূপ চারা উৎপাদন না হওয়ার কারণ-
i. বীজতলা শুকিয়ে যাওয়া
ii. জমিতে সারের পরিমাণ বেশি
iii. অমিটি বেশ নিচু
জমিতে সুষম সার ব্যবহার করতে হয় -
i. গাছের বৃদ্ধির জন্য
ii. ফুল ও ফল ধারণের জন্য
iii. মাটিকে উর্বর রাখার জন্য
মাটিতে সার প্রয়োগের পূর্বে—
i. মাটি পরীক্ষা করতে হয়
ii. মাটির গুণাগুণ সম্পর্কে জানতে হয়
iii. মাটির পুষ্টি উপাদান সম্পর্কে জানতে হয়
মাটি পরীক্ষা না করে সার প্রয়োগ করার খারাপ দিক হচ্ছে—
i. উৎপাদন কম হয়
ii. উৎপাদন খরচ বাড়ে
iii. পরিবেশ নষ্ট হয়
রাবুকে ফসল উৎপাদনের পূর্বে জানতে হবে-
i. মাটির গুণাগুণ সম্পর্কে
ii. মাটিতে কোন পুষ্টি উপাদান কী পরিমাণে আছে
iii. সার ব্যবহারের নিয়মনীতি