বীজতলার রক্ষণাবেক্ষণমূলক কাজ হলো -
i. মাটি সমান রাখা
ii. কাঁচা গোবর প্রয়োগ
iii. আগাছা পরিষ্কার রাখা
নিচের কোনটি সঠিক?
বীজতলা যাতে বেশি শুকিয়ে না যায় সে জন্য-
i. চারাগাছের গোড়া খড়কুটা দিয়ে ঢেকে দিতে হবে
ii. আগাছা পরিষ্কার রাখতে হবে
iii. অয়া প্রদানের ব্যবস্থা করতে হবে
রাকিবের বীজতলার মাটি কীরূপ রাখতে হবে?
রাকিবের আশানুরূপ চারা উৎপাদন না হওয়ার কারণ-
i. বীজতলা শুকিয়ে যাওয়া
ii. জমিতে সারের পরিমাণ বেশি
iii. অমিটি বেশ নিচু
ফসলের খাদ্য কোনটি?
কোন সময় থেকে বাংলাদেশে রাসায়নিক সারের ব্যবহার শুরু হয়?
জমিতে সুষম সার ব্যবহার করতে হয় -
i. গাছের বৃদ্ধির জন্য
ii. ফুল ও ফল ধারণের জন্য
iii. মাটিকে উর্বর রাখার জন্য
মাটিতে সার প্রয়োগের পূর্বে—
i. মাটি পরীক্ষা করতে হয়
ii. মাটির গুণাগুণ সম্পর্কে জানতে হয়
iii. মাটির পুষ্টি উপাদান সম্পর্কে জানতে হয়
মাটি পরীক্ষা না করে সার প্রয়োগ করার খারাপ দিক হচ্ছে—
i. উৎপাদন কম হয়
ii. উৎপাদন খরচ বাড়ে
iii. পরিবেশ নষ্ট হয়
রাবুর জমিতে ফসল উৎপাদনে কোনটির বিকল্প নেই?
রাবুকে ফসল উৎপাদনের পূর্বে জানতে হবে-
i. মাটির গুণাগুণ সম্পর্কে
ii. মাটিতে কোন পুষ্টি উপাদান কী পরিমাণে আছে
iii. সার ব্যবহারের নিয়মনীতি
কোন সার মাটিতে অত্যন্ত ক্ষণস্থায়ী?
নাইট্রোজেনের অভাব পূরণে কোন সার ব্যবহার করা হয়?
জমিতে দানাদার ইউরিয়া সারের ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন অপচয় হয়?
সবুজ সার তৈরির পর ধান ক্ষেতে ইউরিয়া সারের মাত্রা হেক্টর প্রতি কত কেজি কমানো যায়?
ভূট্টার স্ত্রী ফুল বের হওয়ার কতদিন আগে সার প্রয়োগ করতে হয়?
কোন ধরনের মাটিতে এমওপি ও ইউরিয়া সার প্রয়োগে মাটির কার্যকারিতা বৃদ্ধি পায়?
LCC এর পূর্ণরূপ কী?
LCC পদ্ধতি ব্যবহারে আমন ধানে শতকরা কতভাগ ইউরিয়া কম লাগে?
এল.সি.সি ব্যবহারের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করলে বোরো ধানে কত ভাগ সার কম লাগে?