আদর্শ বীজতলা তৈরির জন্য ২০ বর্গমিটারের বেডে কী পরিমাণ গোবর সার লাগবে?
আদর্শ বীজতলার প্রতি বর্গমিটারে কত কেজি গোবর সার দিতে হবে?
৩ বর্গমিটারের ৪টি বেডের জন্য কত গ্রাম ইউরিয়া ব্যবহার করতে হবে?
আদর্শ বীজতলা গঠনে প্রতিটি বেডে কত কেজি কম্পোস্ট সার মাটির সাথে মেশাতে হয়?
নার্সারির মাটি অম্লীয় হলে প্রতি বেড়ে কত গ্রাম চুন প্রয়োগ করতে হবে?
একটি আদর্শ বীজতলায় বাঁধাকপি বা ফুলকপির কত গ্রাম বীজ বপন করা যাবে?
আদর্শ বীজতলায় শালগমের বীজ বপনের হার কত গ্রাম?
৩ বর্গমিটারের দুইটি বীজতলায় পেঁয়াজ বীজ বপনের হার কত গ্রাম?
৩ মি × ১ মি আকারের একটি বেডে কত গ্রাম টমেটো বীজ প্রয়োজন?
৩ বর্গ মিটারের ২টি বীজতলার জন্য কত গ্রাম মরিচ বীজ দরকার?
বীজতলায় -
i. চারা উৎপাদন করা হয়
ii. বীজ বপন করা হয়
iii. রোপণের আগ পর্যন্ত চারার যত্ন নেওয়া হয়
নিচের কোনটি সঠিক?
বীজতলায় চারা উৎপাদন করলে-
i. চারার স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়
ii. বেশি চারা উৎপাদিত হয়
iii. অল্প জায়গা লাগে
নার্সারির বেড তৈরির জমি হবে -
i. সুনিষ্কাশিত ও উঁচু
ii. আলো-বাতাসযুক্ত
iii. উর্বর
লাবিব তার বেডগুলোতে কত গ্রাম পরিমাণ বীজ বপন করতে পারবে?
লাবিব ৩ টি বেডকে একটি বেডে পরিণত করলে কী হবে?
উপরের চিত্রে 'X' চিহ্নিত স্থানের পরিমাণ কত?
উল্লিখিত বীজতলার প্রয়োগ করতে হবে -
i. গোবর
ii. ইউরিয়া
iii. তুঁতে
নীচের কোনটি সঠিক?
খালেকের তৈরিকৃত বেঞ্চে কত কেজি এমওপি সার প্রয়োজন?
বেডে চুন প্রয়োগের কারণ হচ্ছে-
i. মাটির অম্লতা নিয়ন্ত্রণ
ii. মাটির জীবাণু মুক্ত করা
iii. বীজ দ্রুত গজানো
বীজতলার চারা হলদে দেখালে প্রতি শতকে কত গ্রাম ইউরিয়া ছিটাতে হয়?