বীজতলার জন্য জমি চাষ দিয়ে ২-৪ দিন রেখে দিতে হয়, এতে -
i. মাটিতে রোদ লেগে মাটি জীবাণুমুক্ত হয়
ii. পোকা বের হলে পাখি খেয়ে ফেলে
iii. বাতাস থেকে জমিতে নাইট্রোজেন যোগ হয়
নিচের কোনটি সঠিক?
নার্সারি তৈরির জন্য বীজতলার মাটি বেলে হলে সেখানে মেশাতে হবে -
i. জৈব পদার্থ
ii. দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি
বীজ বপন ও চারা রোপণের আগে প্রয়োগ করতে হয়—
i. টি.এস.পি
ii. জৈব সার
iii. ইউরিয়া
বীজতলার মাটি জীবাণুমুক্ত করা যায়—
i. ফুটন্ত গরম পানি ঢেলে
ii. আবর্জনা বিছিয়ে তাতে আগুন লাগিয়ে দিয়ে
iii. গ্যামাক্সিন প্রয়োগ করে
বীজতলার মাটি শোধনের জন্য ব্যবহৃত রাসায়নিক হলো -
i. গ্যামাক্সিন
ii. ডেটল
iii. ফরমালডিহাইড
কামাল বীজতলা ঘিরে দিল কারণ, এতে —
i. বৃষ্টির পানিতে মাটি সরে যাবে না
ii. বাতাসে মাটি সরে যাবে না
iii. বীজতলার পোকার আক্রমণ হবে না