চারা উৎপাদনের উদ্দেশ্যে কত ধরনের বীজতলা তৈরি করা হয়?
বীজতলার চারপাশে নালা কত সেমি চওড়া হবে?
বীজতলার চারপাশে কত সেমি গভীর নালা তৈরি করতে হয়?
সরাসরি বীজ বপনের জন্য বীজতলার মাটি কত সেমি গভীর করে চাষ দিতে হবে?
বীজতলায় বীজ বপনের কত দিন পূর্বে রাসায়নিক সার মাটিতে মেশাতে হবে?
মাটি শোধনের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
ফরমালডিহাইড দিয়ে কী করা হয়?
বীজতলার জন্য জমি চাষ দিয়ে ২-৪ দিন রেখে দিতে হয়, এতে -
i. মাটিতে রোদ লেগে মাটি জীবাণুমুক্ত হয়
ii. পোকা বের হলে পাখি খেয়ে ফেলে
iii. বাতাস থেকে জমিতে নাইট্রোজেন যোগ হয়
নিচের কোনটি সঠিক?
নার্সারি তৈরির জন্য বীজতলার মাটি বেলে হলে সেখানে মেশাতে হবে -
i. জৈব পদার্থ
ii. দোআঁশ মাটি
iii. এঁটেল মাটি
বীজ বপন ও চারা রোপণের আগে প্রয়োগ করতে হয়—
i. টি.এস.পি
ii. জৈব সার
iii. ইউরিয়া
বীজতলার মাটি জীবাণুমুক্ত করা যায়—
i. ফুটন্ত গরম পানি ঢেলে
ii. আবর্জনা বিছিয়ে তাতে আগুন লাগিয়ে দিয়ে
iii. গ্যামাক্সিন প্রয়োগ করে
বীজতলার মাটি শোধনের জন্য ব্যবহৃত রাসায়নিক হলো -
i. গ্যামাক্সিন
ii. ডেটল
iii. ফরমালডিহাইড
একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কামাল কোনটি করতে পারতেন?
কামাল বীজতলা ঘিরে দিল কারণ, এতে —
i. বৃষ্টির পানিতে মাটি সরে যাবে না
ii. বাতাসে মাটি সরে যাবে না
iii. বীজতলার পোকার আক্রমণ হবে না
ধানের জন্য বীজতলা কতভাবে তৈরি করা হয়।
শুকানো বীজতলার জন্য কোন ধরনের মাটি উপযুক্ত?
কাদাময় বীজতলার জন্য কোন মাটি উত্তম?
দুটি বীজতলার মাঝে কত সেমি জায়গা নালার জন্য রাখতে হয়?
বীজতলার চারপাশে নালার জন্য কত সেমি জায়গা রাখতে হবে?
আদর্শ বীজতলা সাধারণত কত সেমি উঁচু হতে হবে?