ছোলা ফসলের সেচের প্রতি সংবেদনশীল পর্যায় -
i. প্রাথমিক কুশি গজানো
ii. পুষ্পায়ন-পূর্ব
iii. বীজ গঠন
নিচের কোনটি সঠিক?
আলু ক্ষেতে সময়মতো সেচ না দিলে মারাত্মকভাবে হ্রাস পাবে –
i. চারা গজানো
ii. স্টোলন তৈরি
iii. প্রাথমিক কন্দ গঠন
পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো পদ্ধতিতে -
i. ৩০-৩৭ ভাগ সেচের পানি কম লাগে
ii. ২৯ ভাগ ডিজেল কম লাগে
iii. ধানের ফলন ১২ ভাগ বেশি হয়
এ পদ্ধতিতে সেচ দিলে—
i. অপচয় কম হয়
ii. পানি নিয়ন্ত্রণ সহজ হয়
iii. পানি বৃষ্টির মতো ছিটিয়ে দিতে হয়
নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হয় -
i. সত্যিকার বীজ
ii. প্রত্যয়িত বীজ
iii. যৌন বীজ
ভালো বীজের গুণ হলো-
i. মিশ্রণহীন বীজ
ii. সুস্থ বীজ
iii. অন্তত ৮০% অঙ্কুরোদগম ক্ষমতা
পরীক্ষাটির মাধ্যমে নির্ণয় করা হয়—
i. বীজের আর্দ্রতা
ii. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা'
iii. চারার সতেজতা
হেলাল বীজ নির্বাচনের সময় বিবেচনায় নেয়—
i. কোনটি কম খরচে বেশি ফলন দিবে
ii. কোনটির উৎপাদন কম হলেও বাজারমূল্য বেশি
iii. কোনটি কম সময়ে ফলন দেয়