সে আপনাকে আপনি দেখিতেছে— কে?
কখন সুভা শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরে তাকিয়ে পূর্ণিমা দেখে?
পূর্ণিমা প্রকৃতির সাথে নিঃসঙ্গতার দিক থেকে কার সাদৃশ্য রয়েছে?
কাদের একঘরে করে দেওয়ার জনরব শোনা যায়?
সচ্ছল ছিল বলে বাণীকণ্ঠের কী ছিল?
কিছু দিনের জন্য বাণীকণ্ঠ কোথায় গেলেন?
বাণীকণ্ঠ ফিরে এসে সবাইকে নিয়ে কোথায় যাওয়ার কথা বলেন?
প্রতাপ সুভাকে কী পাওয়া গেছে বলে জানায়?
সুভা প্রতাপের দিকে কেমন করে তাকায়?
সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
সুভা রাতে ঘর থেকে বের হয়ে নদীতটে লুটিয়ে পড়ে। তখন ছিল—
সুতা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে?
সুভা ঘর থেকে বের হয়ে নদীতটে গিয়ে লুটিয়ে পড়ে কেন?
'ঝিভিরব' অর্থ কী?
'মূক' বলতে বোঝায়-
চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কী বলে?
কে কথা বলতে পারে না?
মেয়ের বোবা হওয়ার পিছনে সুভার মা কার দোষ দেন?
বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ— সে কে?
রবীন্দ্রনাথ ঠাকুর 'সুভা' গল্পটির মধ্য দিয়ে প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য কী তৈরি করেছেন?