শীতকালটা লেখক কোথায় কাটাতে চায়?
“পেটে গিয়ে এক কোণে যদি বসল তবে ভরসা হয় না আর কোনো দিন বেরুবে”-এ উক্তিতে আবদুর রহমান কোনটিকে বুঝিয়েছে?
রহমান লেখককে জানালা দিয়ে কী দেখিয়েছিল?
'বন্ধু' শব্দের অর্থ কী?
কয় হাত উঁচু বরফের তলায় মানুষকে দুদিন পরও জ্যান্ত পাওয়া যায়?
আবদুর রহমানের কী ছিল?
‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি।’ 'প্রবাস বন্ধু' গল্পের কোন চরিত্রে উদ্দীপকের চেতনার প্রকাশ ঘটেছে?
কাবুলের চা-i. সবুজ রঙের হয়ii. পেয়ালায় ঢাললে ফিকে হলুদ রঙের দেখা যায়iii. এ চায়ে দুধ দেওয়া হয় না
নিচের কোনটি সঠিক?
সৈয়দ মুজতবা আলী ছিলেন—i. অধ্যাপকii. প্রাবন্ধিকiii. ব্যারিস্টার
‘প্রবাসবন্ধু' গল্পে আবদুর রহমান চরিত্রটি কেমন?
i. আবেগী ও প্রকৃতিপ্রেমী
ii. সরলমনা ও দেশপ্রেমিক
iii. গোঁয়ার ও বদমেজাজী
উদ্দীপকের রিফাতের সঙ্গে ‘প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির কার সাদৃশ্য রয়েছে?
সাদৃশ্যের কারণ-i. সংস্কারii. গুরুজনদের সম্মান করাiii. গুরুজনদের প্রতি নমনীয় হওয়া
উদ্দীপকের আদনানের সঙ্গে 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির কার সাদৃশ্য রয়েছে?
এরূপ সাদৃশ্যের কারণ হলো-
i. সংস্কার
ii. গুরুজনদের দেখে সম্মান করা
iii. গুরুজনদের দিকে তাকাতে নেই এ কথায় বিশ্বাস করা
ভরসা পেলুম, ভয়ও হলো – লেখকের এ বাক্যে প্রকাশ পেয়েছে—i. শঙ্কা
ii. আশঙ্কা
iii. শান্তি
সৈয়দ মুজতবা আলী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
করিমগঞ্জ কোথায়?
সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
সৈয়দ মুজতবা আলী কাবুলের কোন কলেজে অধ্যাপনা করেন?
সৈয়দ মুজতবা আলী পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লিখলে তাঁকে কী করতে হয়?