যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না- এ বাক্যে প্রকাশ পেয়েছে
i. বাকপ্রতিবন্ধীর প্রতি সমাজের মানুষের অবহেলা
ii. যে কথা বলতে পারে না তারও অনুভব শক্তি রয়েছে
iii. নির্বাক প্রাণীর প্রতি মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
সুভা বিধাতার অভিশাপরূপে পিতার ঘরে জন্মগ্রহণ করেছে, একবা সুভা শিশুকাল থেকে জানে-i. মায়ের বিরক্ত হওয়া দেখেii. সকলের কথা শুনেiii. সকলের দুশ্চিন্তা দেখে
কালো চোখকে তর্জমা করতে হয় না, কারণ-i. মনের কথা চোখের ওপর ছায়া ফেলেii. চোখ হাসেiii. ভাৰ নিজে থেকে এসে চোখে ধরা দেয়
নিচের কোনটি সঠিক ?
প্রকৃতির সাথে সুভার সাদৃশ্য রয়েছে-i. বিবিধ শব্দেii. বিচিত্র গতিতেiii. নীরবতায়
বোবা প্রকৃতি এবং বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, যখন--
i. সমস্ত প্রকৃতি সরব থাকত
ii. যখন কোথাও কেউ থাকত না
iii. যখন সবাই বিশ্রামে থাকত
সর্বশী ও পাঙ্গুলি সুভার কথা বুঝত, কারণ-
i. তারাও ছিল বাকহীনii. তাদের প্রতি সুভার ভালোবাসা তারা বুঝতiii. সুভা তাদের সাথে কথা বলত
ইতর প্রাণীর সাথে সুভার বন্ধুত্ব প্রমাণ করে-
i. ইতর প্রাণীর প্রতি সুভার মমত্ববোধ
ii. সুভার হৃদয় স্নেহপূর্ণ
iii. সুভার সঙ্গে প্রাণীগুলোর আত্মিক সংযোগ গভীর
প্রতাপ সম্পর্কে সত্য হলো—i. সে ধনীর সন্তানii. সে অলস প্রকৃতির ছেলেiii. মাছ ধরা তার নেশা
ক্রমে সুভা নিজেকে অনুভব করতে পারছে-i. কারণ তার বয়স বাড়ছেii. কারণ সে নিজের পরিবর্তন বুঝতে পারছেiii. কারণ তার শরীরের সাথে সাথে তার চেতনারও পরিবর্তন ঘটেছে
‘লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে।' এ বাক্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে-i. কন্যাভারগ্রস্ত পিতার অবস্থাii. সমাজের মানুষের চিন্তা-চেতনাiii. সুভার অবস্থা
সুভা নদীতটে শষ্পশয্যায় লুটিয়ে পড়ল, কারণ-
i. নদী তার ছোটবেলার সঙ্গী
ii. নদীর নীরবতার আর তার নীরবতা মিলেমিশে একাকার হয়ে যায়
iii. নদীর শূন্যতার মধ্যে নিজের নির্বাক দুঃখগুলো মিশিয়ে দিতে পারে
সুভার সাথে সাদৃশ্য রয়েছে- i. প্রকৃতিরii. নদীরiii. প্রতাপের
উদ্দীপকের কথকের সাথে 'সুভা' গল্পের কার মিল রয়েছে?
এ মিলের কারণ-
i. ইতর প্রাণীর প্রতি ভালোবাসাii. ইতর প্রাণীর যত্ন করাiii. পোষা প্রাণীর প্রতি খারাপ আচরণ
উদ্দীপকটি তোমার পঠিত কোন গল্পের কথা মনে করিয়ে দেয়?
মনে করিয়ে দেওয়ার কারণ—i. প্রতিবন্ধিত্বের কষ্টii. প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দেওয়াiii. আত্মীয়-স্বজনদের অবহেলা
উদ্দীপকের রাজ্জাকের সাথে 'সুভা' গল্পের কার সাদৃশ্য রয়েছে?
তারা দুজনই—i. সংসার উদাসীii. অলসiii. পরপোকারী
চা খাওয়া শেষ করে আবদুর রহমান কত মিনিটের জন্য বেরিয়ে গেল?
কোনটি আফগানিদের একটা সংস্কার?