নির্জন বিপ্রহরের সাথে সাদৃশ্য রয়েছে কার?
সুভার গ্রামের নাম কী?
চণ্ডীপুর গ্রামে কার বাস?
চণ্ডীপুর গ্রামের নদীটির সাথে কিসের সাদৃশ্য রয়েছে?
চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি কেমন?
নদীর একেবারে উপরেই কার ঘর?
বাণীকণ্ঠর বাড়ির বেড়া কিসের?
বাণীকণ্ঠর বাড়িটি কেমন?
বাণীকণ্ঠর বাড়িটি কাদের দৃষ্টি আকর্ষণ করে?
“কাজকর্মে যখনি অবসর পায় তখনি সে এই নদীতীরে আসিয়া বসে।'- কার কথা বলা হয়েছে?
সুভা অবসরে কোথায় বসে থাকে?
প্রকৃতি কার ভাষার অভাব পূরণ করে দেয়?
সুভার হয়ে কথা বলে কে?
সুভা' গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী ?
ঝিল্লিরবপূর্ণ তৃণভূমি থেকে শব্দাতীত কোন লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সংগীত, ক্রন্দন এবং দীর্ঘ নিশ্বাস?
বোবা প্রকৃতির মুখোমুখি চুপ করে বসে থাকে কে?
সুভাদের গোয়ালে কয়টি গাভী?
সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম?
কার পদশব্দ গাভী দুটি চিনত?
সর্বশীর সাথে সাদৃশ্য রয়েছে কার?