মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন?
কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন?
কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন?
সুভার পিতার নাম কী?
“কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ো বিরক্ত ছিলেন”- কার প্রতি?
সুভার কী ছিল না?
সুদীর্ঘপল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার?
সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কিসের মতো কেঁপে উঠত?
মন আপনি কার উপর ছায়া ফেলে?
কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে— কী?
অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কী?
সুভা' গল্পে কালো চোখের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কিসের ভাষা অসীম উদার?
‘সুভা' গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী ?
'সুভা' গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সাথে সাদৃশ্য রয়েছে কিসের?
ছায়ালোকের রঙ্গভূমি কেমন?
বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কী রয়েছে?
সাধারণ বালিকারা কাকে ভয় করত?
তাহার সহিত খেলা করিত না- এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে?
নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন কে?