কাবুল শহরে নিশাচর হতে হলে কী প্রয়োজন ?
কার তাগদ ও হাতিয়ার কিছুই নেই?
গামলা ভর্তি কিসের মাংস ছিল?
মাংসের গামলার মধ্যে লুকোচুরি খেলছিল কী?
কোফতা-পোলাওয়ের ওপর আস্ত কিসের রোস্ট?
“অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর'— এটি কী?
ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে ?
কোথাকার আঙুর আফগানিস্তানে মশহুর?
'যথেষ্ট হয়েছে আবদুর রহমান—' এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?
কাবুলি সবুজ চায়ের রং কেমন?
কাবুলিরা কয় পেয়ালা চা পান করে?
কাবুলিরা কত নম্বর পেয়ালায় চায়ে চিনি খায়?
কফির পাত্রের সাইজ কেমন?
কফির পেয়ালার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
সবশেষে আবদুর রহমান কী হাতে ঘরে চায়ের পেয়ালার ঢোকে?
কাবুলের পানি কেমন?
পানুশির কোথায়?
আবদুর রহমানের দেশ আফগানিস্তানের কোথায় ?
পানশির মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়- বাক্যটি কেমন?
ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলোর মতো কী?