কিসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায় ?
কাবুলের বাজারে কী পাওয়া যায়?
পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
'ও রঙোয়া' কী ভাষার শব্দ?
'তাগদ' অর্থ কী?
'ব্রহ্মরন্ধ্র' কোথায়?
'প্রবাস বন্ধু' কী ধরনের রচনা?
'প্রবাস বন্ধু' 'দেশে বিদেশে' গ্রন্থের কোন অংশ?
আফগানিস্তানের রাজধানী কোথায়?
'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে প্রকাশ ঘটেছে ?
লেখক আবদুর রহমানকে কীভাবে গ্রহণ করেছেন ?
জিরার সাহেবের ক্ষেত্রে যে বিষয়টি সত্য—
i. তিনি একজন শিক্ষক
ii. তিনি একজন ফরাসি
iii. তিনি একজন ভিতু মানুষনিচের কোনটি সঠিক?
'ইনি হরফন-মৌলা'। এই কথা দ্বারা প্রকাশ পায় -
i. আবদুর রহমান কাজের লোক
ii. আবদুর রহমান সব কাজ করবে
iii. আবদুর রহমান সব কাজ পারবে
নিচের কোনটি সঠিক?
আবদুর রহমানকে 'নরদানব' বলার কারণ-i. সে উঁচু লম্বাii. তার বিশাল শরীরiii. সে ভালো রাঁধে
বিয়ের পর মিনি কখনো তার শ্বশুরের দিকে চোখ তুলে তাকায়নি। মিনির সঙ্গে আবদুর রহমানের সাদৃশ্য রয়েছে—
i. সংস্কার পালনে
ii. সজ্জায়
iii. গুরুজনকে মান্য করায়
নিচের কোনটি সঠিক ?
থানা টেবিলের সামনে গিয়ে আবদুর রহমান মেসের চার্জে ছিল এ বিষয়ে লেখকের সন্দেহ দূর হলো; কারণ—
i.টেবিলে অতিরিক্ত খাবার ছিল
ii. টেবিলে অনেক মানুষের খাবার ছিল
iii. সে অনেক কিছু রান্না করেছিল
আবদুর রহমানের সঙ্গে ডাক্তারি কলেজের ছাত্রের সাদৃশ্য কোথায়? i. একনিষ্ঠতায়ii. কৌতূহলেiii. তন্ময়তায়
'ব্যস উৎকৃষ্ট রেঁধেছ আবদুর রহমান'- এখানে প্রকাশ পেয়েছে—i. রান্নার উৎকর্ষii. পরিতৃপ্তিiii. প্রশংসা
বাগেবালার আঙুর সম্পর্কে লেখক বলেছেন-i. এ আঙুর মশহুরii. এ আঙুর টকiii. বরফে ঢাকা থাকলেও তা হিম নয়
আবদুর রহমানের বাড়ি সম্পর্কে বলা যায়-
i. পানশির উত্তর আফগানিস্তানে অবস্থিত
ii. সেখানে আবহাওয়া খুব ভালো
iii. শীতকালে সাত দিন পর্যন্ত বরফ পড়ে