ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত?
∆ABC এর ক্ষেত্রফল কত বর্গ একক?
একটি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. হলে এর কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
এক-একক বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
বর্গীকার বাগানের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত?
একটি আয়তের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সে.মি. এবং ৪ সে.মি. হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি. হবে?
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সে.মি., 12 সে.মি. ও 13 সে.মি. হলে, এটি-
i. সমকোণী ত্রিভুজ
ii. সূক্ষ্মকোণী ত্রিভুজ
iii. বিষমবাহু ত্রিভুজ
নিচের কোনটি সঠিক?
সমকোণী ত্রিভুজের—
i. অতিভুজই বৃহত্তম বাহু
ii. সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ
iii. লম্ব২ = অতিভুজ২ + 'ভূমি২
APQR এ ZR = 90° হলে—
i. অতিভুজ PQ
ii. ক্ষেত্রফল =12PR×QR
iii. PR2 = PQ2 – QR2
△PQR এ PQ > PR
i. PQ + PR = OR
ii. OR + PR > PO
iii. PQ - PR < RQ
পাশের চিত্রে-
i. BC এর দৈর্ঘ্য 4 সে.মি.
ii. △ABC এর ক্ষেত্রফল 12 বর্গ সে.মি.
iii. ∠BAC + ∠BCA = 90°
একটি বৃত্তের পরিধির 35 ভাগ অংশ কেন্দ্রে কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
কোন ক্রিকেট বলের উপর খাড়াভাবে টর্চলাইটের আলো আপতিত করলে বলটির ছায়া কীরূপ হবে?
একটি আবদ্ধ ক্ষেত্রের সীমানার উপরস্থ প্রতিটি বিন্দু এর অভ্যন্তরস্থ একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমান দূরত্বে থাকলে ক্ষেত্রটি কিরূপ হবে?
বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের অর্ধেক কত ডিগ্রী?
দুই বা ততোধিক বৃত্তের কেন্দ্র একই হলে তাদেরকে কি বলে?
ঘড়ির কাঁটার অগ্রভাগ যে পথ চিহ্নিত করে তা কী?
বৃত্ত আঁকার সময় যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুগুলোকে আঁকা হয়, সেই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কী বলে?
বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে?
একটি 5 cm ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের-
i. পরিধির প্রতিটি বিন্দু হতে কেন্দ্রের দূরত্ব 5 cm
ii. অর্ধপরিধি কেন্দ্রে 180° কোণ উৎপন্ন করে
iii. পরিধিকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে অংশগুলো ক্ষুদ্র সরলরেখাংশ হবে
নিচের কোনটি সঠিক ?