শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রমা তার ভাইয়ের হাতে একটি পবিত্র সূতো বেঁধে দিল। রমা যেটা করলো তাকে কী বলে?
পুত্রের অন্নপ্রাশন হয় কোন মাসে?
ধর্ম মেনে চলা উচিত, কারণ ধর্ম-
i. অকল্যাণকর কাজ সাধন করে
ii. সত্য ও সুন্দর জীবন যাপনের পথ নির্দেশ করে
iii. মানুষের সকল প্রকার কল্যাণ সাধন করে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের অধরা কোন অনুষ্ঠানটি পালন করে?
মন্দিরের প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটির সামাজিক গুরুত্ব-
i. ভগবানই ভক্তের ডাকে সাড়া দিয়ে মর্ত্যে নেমে আসেন
ii. ভক্তের কাজের মাধ্যমে প্রতিবেশিদের বন্ধ শিথিল হয়
iii. জাতি, বর্ণ বিভেদ ভুলে অনুপ্রেরণা জাগে
সমরেশ বাবু প্রতিবেশীদের নিয়ে প্রতিবেশীদের নিয়ে একটি লোকাচার অনুষ্ঠান পালন করেন। এ অনুষ্ঠানে ভূমিদেবতার পূজা করা হয়। অন্যদিকে ভবতষ বাবু বিশ্বাস করেন সমবেত উপাসনার মাধ্যমে চরিত্র গঠিন করা সম্ভব। তার উদ্দেশ্য হল, নিজে ভালো মানুষ হওয়া এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করা ।
সমরেশ বাবু যে লোকাচারটি পালন করে তার নাম কী?
ভবতোষ বাবু যে মহাপুরুষের আদর্শ অনুসরণ করে তার বৈশিষ্ট্য-
i. জগতের কল্যাণে নিয়োজিত থাকা
ii. সবাইকে সমানভাবে ভালোবাসা
iii. সবাই হরি নামে মেতে থাকা
বর্তমান সমাজে কোন বিবাহ প্রচলিত?
নব পত্রিকা কী?
সার্থককে পড়াশোনার জন্য গুরুর নিকট পাঠানো হয়, সেখানে সে মন দিয়ে পরাশোনা করে। সার্থকের কার্যক্রম মানবজীবনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত ?
লৌকিক দেবী কে?
আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে সমাধি লাভকে বলা হয়-
গায়েত্রী দেবী বহুমূত্র রোগে ভুগছিলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে একটি আসন অনুশীলন করে উপকার পায়।
গায়েত্রী দেবী কোন আসনটি অনুশীলন করে উপকার পায়?
মানালীর অবস্থা কীসের ইঙ্গিত দেয় ?
মানালীর এই অবস্থার কুফলগুলো হলো--
i. বিবেকবুদ্ধি লোপ পায়
ii. মস্তিষ্কবিকৃতি ঘটে
iii. পুণ্য সঞ্চয় হয়
কার্বিক এর বাহন কী?
সৎসঙ্গের মূলনীতিগুলো হলো-
i. যজন
ii. যাজন
iii. সদাচার
সনাতন তথা হিন্দুধর্মের মূল ভিত্তি কী?
দেবী দুর্গাকে কেন শিবা বলা হয়?
হলাসন অবস্থায় কতক্ষণ থাকতে হয়?