বেদ কয়খানা ?
বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে তাকে কী বলে ?
ব্রহ্মা, বিষ্ণু ও শিবের মাহাত্ম্য কোথায় প্রাধান্য পেয়েছে?
ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে কী বলে?
মায়ের কথায় ধ্রুব কার শরণ নিয়েছেন?
বিনোদের সেবাকাজে খুশি হয়ে কে প্রশংসা করেছিলেন ?
ভগিনী নিবেদিতার জন্মস্থান কোথায় ?
বিবেকানন্দ কত খ্রিষ্টাব্দে লন্ডনে আসেন ?
নিবেদিতার মৃত্যু হয় কোথায় ?
মানুষে-মানুষে মিলের একটি সূত্র হলো-
কার আরেকটি নাম পার্থ ?
পার্থকে কে উপদেশ দিয়েছিলেন ?
সাধনার পথ-
‘যত মত, তত পথ' – কথাটি কে বলেছেন ?
আমাদের চরিত্রকে উন্নত করে-
ভগবান শ্রীকৃষ্ণ কার প্রতি শিষ্টাচার প্রদর্শন করেছিলেন ?
দ্বাপর যুগে অত্যাচারী হয়ে উঠেছিলেন কে ?
ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে কোথায় অবতীর্ণ হন ?
নারদকে বলা হয় -
শিকাগোতে পরমতসহিষ্ণুতা দেখিয়েছিলেন -