বৃক্ষাসন নিয়মিত অনুশীলন করলে---
i. পায়ের শক্তি বাড়ে
ii. স্নায়ুতে রক্ত চলাচল বৃদ্ধি পায়
iii. কিডনি ভালো থাকে
নিচের কোনটি সঠিক?
কার্তিক দেবের বাহন কোনটি?
অপরের জিনিস না বলে নেওয়াকে কী বলে?
নীলা তার পরিবারে গুরুজনদের ভক্তিভরে প্রণাম করে। বাড়িতে কেউ আসলে তাদেরকে সম্মান জানায় ও সুন্দর ব্যবহার করে।
নীলার মধ্যে কোন নৈতিক গুণটি প্রকাশ পেয়েছে?
পুরোহিত বলতে বোঝায়-
কুমারী পূজা করা হয় কোন তিথিতে?
তীর্থ দর্শনের গুরুত্ব হলো—
i. ভেদাভেদ ভুলে যায়
ii. মন পবিত্র হয়
iii. সংকীর্ণতা দূর হয়
নবপত্রিকা মূলত কয়টি গাছের সমাহার?
আমরা ধর্ম পালন করি কেন?
তন্ময়ের শশুর বাড়িতে কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়?
তমাদের বাড়িতে আয়োজিত উৎসবের তাৎপর্য হলো---
i. মনের অন্ধকার দূর হয়।
ii. সকল কুসংস্কার দূর হয়
iii. ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে
জয়ীদের বাড়িতে যে অনুষ্ঠান হয় সেটি বিবাহের কোন পর্বের অন্তর্গত?
উদ্দীপকে উল্লিখিত প্রথা নির্মূল করতে করণীয়—
i নারীকে শিক্ষিত করা
ii. সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা
iii. দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করা
উপাসনা কয় ধরনের?
অতিথিদের সেবা-যত্নের মাধ্যমে পালন করা হয়-
মিতু নিজে অভুক্ত থেকে অন্যদের মাঝে তার খাবার বিলিয়ে দেয়। মিতুর কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে-
কোন অনুষ্ঠানের মাধ্যমে দেহ শুদ্ধিকরণ হয়?
হল কর্ষণ করে পৃথিবীকে অমৃতময় করেন কে?
দেবী শীতলার পূজা করা হয়-
কোন মাসে ভ্রাতৃদ্বিতীয়া পালন করা হয়?