নীলা তার পরিবারে গুরুজনদের ভক্তিভরে প্রণাম করে। বাড়িতে কেউ আসলে তাদেরকে সম্মান জানায় ও সুন্দর ব্যবহার করে।
নীলার মধ্যে কোন নৈতিক গুণটি প্রকাশ পেয়েছে?
বিষ্ণুর তৃতীয় অবতার কোনটি?
শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী শ্রাবণ মাসের কোন তিথিতে জন্মগ্রহণ করেন?
পরমেশ্বর যে দেবতাররূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মান্ডের সৃষ্টি, স্থিতি ও সংহার করেন-
i. ব্রহ্মা
ii. বিষ্ণু
iii. মহেশ্বর
নিচের কোনটি সঠিক?
ধ্বংসের দেবতা বলা হয় কাকে?
বঙ্গীয় 'শব্দকোষ' গ্রন্থে কে উল্লেখ করেছেন, প্রণাম চার প্রকার?