বিষ্ণুর অবতার কয়টি?
স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম কী?
ভীমের কথা বলতে কে নিষেধ করেছিলেন ?
নমস্কারে মাহাত্ম্য নিচের কোন গ্রন্থে বর্ণিত আছে?
জলদেবতা প্রথমে কীসের কুঠার নিয়ে আসে?
হিরণ্যক শিশু কোন যুগের রাজা ছিলেন?
বাবুল প্রতিজ্ঞার মাধ্যমে মনের ইচ্ছাকে অনুগত রেখে সকল কাজ সমাধা করে এবং মনকে লক্ষ্যবস্তুতে স্থির রাখে। বাবুল অষ্টাঙ্গযোগের কোন ধাপটি অনুসরণ করে?
পূজা শব্দের অর্থ-
কোন অনুষ্ঠানে প্রদীপ আলিয়ে অন্ধকার দূর করা হয়?
কত পুরুষ পর্যন্ত জননাশৌচ ও মরণাশৌচ পালনের বিধান আছে?
অভীক খুব ভাল ছেলে। সে কারও মনে কষ্ট দেয় না। সবাইকে খুব ভালোবাসে।
অভীকের চারিত্রিক বৈশিষ্ট্য নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
ধর্মের বাহ্য লক্ষণ কয়টি?
তৃণা দেবী এক বিশেষ পূজার শেষে প্রতিবেশিদের সাথে মিষ্টি মুখ করে পারস্পরিক কুশল বিনিময় করেন। তৃণা দেবীর পালনকৃত অনুষ্ঠানটির মধ্যে কীসের প্রকাশ ঘটে?
প্যাকে ঘিরে বিবাহের কোন পর্বটি ইঙ্গিত করা হয়েছে?
অখিলের কর্মকাণ্ডের ফলে-
i. মন পবিত্র হয়।
ii. মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ তৈরি
iii. সামাজিক বন্ধনে বাধা প্রাপ্ত হয়।
নিচের কোনটি সঠিক?
বিষ্ণু বেদ উদ্ধার করেন কোন রূপে?
কত বছর বয়সে ব্রহ্মচর্য শুরু করতে হয়?
পদ্মা তীর্থ কোথায় অবস্থিত?
‘বৈসাবি’ পালন করা হয় কখন?
"মেড়া" পুড়ানো হয় কেন?