সমরেশ বাবু প্রতিবেশীদের নিয়ে প্রতিবেশীদের নিয়ে একটি লোকাচার অনুষ্ঠান পালন করেন। এ অনুষ্ঠানে ভূমিদেবতার পূজা করা হয়। অন্যদিকে ভবতষ বাবু বিশ্বাস করেন সমবেত উপাসনার মাধ্যমে চরিত্র গঠিন করা সম্ভব। তার উদ্দেশ্য হল, নিজে ভালো মানুষ হওয়া এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করা ।
সমরেশ বাবু যে লোকাচারটি পালন করে তার নাম কী?