তমঃ গুণে প্রভাবিত হলে কে শূদ্র বলে গণ্য হবেন?
সাধনার শেষ স্তর কোনটি?
কে সকল ধরনের অত্যাচার, অবিচার ও অন্যায়ের প্রতিরোধকারী?
সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, একাদশ, দ্বাদশ ও শততম দিবসে করণীয় কী?
মন্দিরের প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানটির সামাজিক গুরুত্ব-
i. ভগবানই ভক্তের ডাকে সাড়া দিয়ে মর্ত্যে নেমে আসেন
ii. ভক্তের কাজের মাধ্যমে প্রতিবেশিদের বন্ধ শিথিল হয়
iii. জাতি, বর্ণ বিভেদ ভুলে অনুপ্রেরণা জাগে
নিচের কোনটি সঠিক?
সমরেশ বাবু প্রতিবেশীদের নিয়ে প্রতিবেশীদের নিয়ে একটি লোকাচার অনুষ্ঠান পালন করেন। এ অনুষ্ঠানে ভূমিদেবতার পূজা করা হয়। অন্যদিকে ভবতষ বাবু বিশ্বাস করেন সমবেত উপাসনার মাধ্যমে চরিত্র গঠিন করা সম্ভব। তার উদ্দেশ্য হল, নিজে ভালো মানুষ হওয়া এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করা ।
সমরেশ বাবু যে লোকাচারটি পালন করে তার নাম কী?