আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?
'মোক্ষ' মানে কী?
আমরা যার কাছ থেকে অন্যায় ও অত্যাচার দমন করার প্রেরণা পাই-
পরিবারের সকল সদস্যদের স্বার্থ একসূত্রে—
সমরেশ বাবু প্রতিবেশীদের নিয়ে প্রতিবেশীদের নিয়ে একটি লোকাচার অনুষ্ঠান পালন করেন। এ অনুষ্ঠানে ভূমিদেবতার পূজা করা হয়। অন্যদিকে ভবতষ বাবু বিশ্বাস করেন সমবেত উপাসনার মাধ্যমে চরিত্র গঠিন করা সম্ভব। তার উদ্দেশ্য হল, নিজে ভালো মানুষ হওয়া এবং অপরকে ভালো মানুষ হতে সহায়তা করা ।
সমরেশ বাবু যে লোকাচারটি পালন করে তার নাম কী?
ভবতোষ বাবু যে মহাপুরুষের আদর্শ অনুসরণ করে তার বৈশিষ্ট্য-
i. জগতের কল্যাণে নিয়োজিত থাকা
ii. সবাইকে সমানভাবে ভালোবাসা
iii. সবাই হরি নামে মেতে থাকা
নিচের কোনটি সঠিক?