মানুষ নির্ভয়ে চলতে পারে যে পথে—
মহর্ষি পতঞ্জলি মানুষের আত্মানুসন্ধানে যোগের কয়টি ধাপ নির্দেশ করেছেন?
অষ্টাঙ্গযোগের প্রথম ধাপ হলো-
যম কত প্রকার?
যেমন দেখেছি, শুনেছি এবং জেনেছি, ঠিক তেমনটাই শুদ্ধভাব মনে হোক। তেমনটাই বাণীতে হোক এবং সেইমত কার্য হোক, সেগুলোকে কী বলা হয়?
কাউকে কষ্ট না দেওয়াকে বলে-
অপরের জিনিস না বলে অধিকার করাকে বলে—
ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করলে কী হয়?
অপরিগ্রহ মানে হলো-
অষ্টাঙ্গযোগের দ্বিতীয় আধার কোনটি?
নিয়ম কত প্রকার?
শৌচ মানে হলো-
শৌচ কত প্রকার?
. স্বাধ্যায় মানে হলো-
প্রণিধান শব্দটি যে অর্থে প্রয়োগ হয় -
স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকাকে কী বলে?
আয়াম শব্দের অর্থ কী?
শ্বাস-প্রশ্বাসের বিজ্ঞান বলা হয় কোনটিকে?
প্রত্যাহার অর্থ হচ্ছে-
মনকে আবদ্ধ রাখার নাম হলো-