100 kg চাল ভর্তি একটি ট্রাক 30m s-1 বেগে চলমান। অর্ধেক চাল পড়ে গেলে ভরবেগের পরিবর্তন কত?
5 kg ভরের একটি বস্তুর বেগ 10 ms-1 হলে এর ভরবেগ কত?
দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে। একটি বস্তুর আদিবেগ 10 ms-1 ও ভর 40 kg। ২য় বস্তুর আদিবেগ 5 ms-1 ও ভর 40 kg। মিলিত বস্তুর বেগ কত?
30 kg ভরের একটি গাড়ি 20 ms-1 বেগে পূর্বদিকে এবং 10 kg ভরের একটি একই বেগে পশ্চিম দিকে যাচ্ছে। একসময় গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। মিলিত গাড়ি দুটি কোন দিকে কত বেগে চলবে?
একজন শিকারী 2 kg ভরের বন্দুক থেকে 300 ms-1 বেগে 10 g ভরের গুলি ছুঁড়লে কী পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবেন?
50 kg ভরের উপর কত বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 4 ms-2 হবে?
1 kg ভরের একটি বস্তু সমভরের অপর একটি স্থির বস্তুকে কত বেগে ধাক্কা দিলে তাদের মিলিত বেগ 6 ms-1 হবে?
2000 kg ভরের একটি গাড়ি 20 ms-1 বেগ নিয়ে বিপরীত দিক থেকে 25 ms-1 বেগে আসা অপর একটি গাড়িকে ধাক্কা দেওয়ায় গাড়ি দুটি স্থির হয়ে গেলো। দ্বিতীয় গাড়ির ভর কত ছিল?
20 m s-1 বেগে একটি 50g ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত?
একজন বালক 50 N বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে একটি 2 × 104 g ভরের বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?
একটি বস্তুর ভর 2 kg এবং আদিবেগ 5 ms-1 3 s পর বস্তুটির বেগ 8 ms-1 হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন হবে?