সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ?
প্যারাসুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?
কোনটি অসংরক্ষণশীল বল?
কোন মেঝেতে রাখা 50 kg ভরের কোন বাক্সের উপর অনুভূমিকভাবে 147 N বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেঝে ও বাক্সের মধ্যবর্তী গতি ঘর্ষণ সহগ কত?
একটি 10 kg ভরের বস্তু চলার সময় 5 N ঘর্ষণ বল অনুভব করে। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কত?
10 kg ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় ত্বরণ হলো 2 ms²। বস্তু এবং মেঝের মধ্যকার ঘর্ষণ বলের মান 4 N হলে বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল?
একটি গাড়ির ভর 1200 kg এবং এর ইঞ্জিন 5000 N বল প্রয়োগ করতে পারে। যদি রাস্তা 3000 N ঘর্ষণ বল প্রদান করে তবে গাড়িটির ত্বরণ কত?
কোন মৌলিক বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল?
গ্যালাক্সির ভিতর নক্ষত্ররা ঘুরপাক খায় কোন বলের জন্য?
বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মারের মধ্যে আকর্ষণ বল কোনটি?
দুর্বল নিউক্লীয় বল কত দূরত্বে কাজ করে?
বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয়?
কোন বলের লব্ধি শূন্য হয়?
অসাম্য বল যখন, বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কি পরিবর্তন ঘটে?
ভরবেগের একক কোনটি?
ভরবেগের মাত্রা কোনটি?
ভরবেগের দিক-
জুল এককটিকে কিসের একক দ্বারা ভাগ করলে ভরবেগের একক পাওয়া যায়?
কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগ কিরূপ হবে?
3 kg ভরের বস্তুর উপর 4 s যাবত কত বল প্রযুক্ত হলে ভরবেগের পরিবর্তন হবে 20 kg m s¯¹?