30 kg ভরের একটি গাড়ি 20 ms-1 বেগে পূর্বদিকে এবং 10 kg ভরের একটি একই বেগে পশ্চিম দিকে যাচ্ছে। একসময় গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। মিলিত গাড়ি দুটি কোন দিকে কত বেগে চলবে?
একজন শিকারী 2 kg ভরের বন্দুক থেকে 300 ms-1 বেগে 10 g ভরের গুলি ছুঁড়লে কী পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবেন?
1 kg ভরের একটি বস্তু সমভরের অপর একটি স্থির বস্তুকে কত বেগে ধাক্কা দিলে তাদের মিলিত বেগ 6 ms-1 হবে?
2000 kg ভরের একটি গাড়ি 20 ms-1 বেগ নিয়ে বিপরীত দিক থেকে 25 ms-1 বেগে আসা অপর একটি গাড়িকে ধাক্কা দেওয়ায় গাড়ি দুটি স্থির হয়ে গেলো। দ্বিতীয় গাড়ির ভর কত ছিল?
10 kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 4 m s-2 হবে?
20 m s-1 বেগে একটি 50g ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির ভরবেগের পরিবর্তন কত?
একটি বন্দুক থেকে 10 gm ভরের একটি বুলেট 1000 km h-1 বেগে ছোড়া হলো। 15 cm পুরু একটি কাঠের টুকরো ভেদ করার পর তা থেমে গেল। বুলেটের প্রয়োগকৃত বলের মান কত?
একটি বন্দুক থেকে 400 m s-1 বেগে 10g ভরের একটি গুলি ছোঁড়া হলো। বন্দুকের ভর 112kg হলে পশ্চাৎ বেগ কত?
একজন শিকারী 2 kg ভরের বন্দুক থেকে 300 m s-1 বেগে 10 g ভরের গুলি ছুঁড়লে কী পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে?
1 kg ভরের একটি বন্দুক থেকে 5g ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 m s-1 পশ্চাৎবেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত?
একজন বালক 50 N বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে 2 × 104 gm ভরের 4 বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?