7500 kg ms-1 ভরবেগের একটি ট্রাকের গতিবেগ 54 km h-1 হলে ট্রাকটির ভর কত?
60 N বল 30 kg ভরের একটি বস্তুর উপর । মিনিট ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে?
কোনো 5 kg ভরের স্থির বস্তুকে 3s ধরে 3 m s-2 ত্বরণ দিলে এর চূড়ান্ত ভরবেগ কত?
কোন বস্তুর ভর 20 kg এবং তার আদি ভরবেগ 200 kg m s-1 10 s পর বস্তুটির ভরবেগ 300 kg m s-1 হলে ত্বরণ কত?
বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
বলের মাত্রা কোনটি?
ভরবেগের একক কোনটি?
5 kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলে, এর ত্বরণ হবে-
10 kg ভরের কোনো বন্ধু 10 m s-1 বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে-
বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে?
সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি?
নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়?
নিচের কোন বস্তুর বেগ পরিবর্তন করা সবচেয়ে কঠিন?
অস্পর্শ বলের উদাহরণ কোনটি?
'ইলেকট্রো উইক ফোর্স' কোন দুটি বলের সমন্বিত রূপ?
প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি ?