স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের-
স্থির অবস্থান হতে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত?
নিচের কোনটি সঠিক?
পৃথিবীর নিকটবর্তী স্থান থেকে পড়ন্ত একটি বস্তু 3 s সময়ে কতটুকু দূরত্বে পতিত হবে?
সমত্বরণে উপরের দিকে চলন্ত লিফটে আরোহী নিজেকে মনে করে -
প্রসঙ্গ কাঠামোর সাহায্যে আমরা নির্ণয় করি কোনো বস্তুর-
i. অবস্থান
ii. স্থিতি
iii. গতি
চলন্ত বাস থেকে মনে হয় বাইরের গাছপালা পেছনের দিকে চলে যাচ্ছে এর কারণ-
i. বাস স্থির
ii. বাসের সাপেক্ষে যাত্রী স্থির
iii. গাছপালার সাপেক্ষে বাস গতিশীল
রাস্তার পাশে দাঁড়ানো কোনো ব্যক্তির সামনে দিয়ে একটি রিক্সা অতিক্রম করলে রিক্সাটি ঐ ব্যক্তির সাপেক্ষে গতিশীল কারণ-
i. রিক্সা একটি যানবাহন
ii. রিক্সাটি অবস্থানের পরিবর্তন করছে
iii. রিক্সাটির ভর বেশি
স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর-
i. বেগ সময়ের সমানুপাতিক
ii. বেগ দূরত্বের সমানুপাতিক
iii. অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
একজন লোক সাইকেলে যাচ্ছে। তার সাইকেলের চাকা যে গতিতে চলছে তা হলো-
i. সরল রৈখিক
ii. ঘূর্ণন গতি
iii. স্পন্দন গতি
বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
বলের মাত্রা কোনটি?
ভরবেগের একক কোনটি?
5 kg ভরের একটি বস্তুর উপর 50 N বল প্রয়োগ করা হলে, এর ত্বরণ হবে-
বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কোনটি?
বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে?
সমান আয়তনের কোন বস্তুর জড়তা বেশি?
চলন্ত বাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?