অভিকর্ষজ ত্বরণ g এর সাথে দূরত্ব k এর সম্পর্ক কেমন?
পৃথিবীর ভর 5.975 × 1024 kg এবং চন্দ্রের ভর 7.376 × 1022 kg পৃথিবীর ও চন্দ্রের দূরত্ব 3.378 × 105 km হলে তাদের পারস্পরিক আকর্ষণ বলের মান কত? [G = 6.67 x 10-11 M.K.S একক]
সূর্য পৃথিবীর উপরে 3.6 × 1022 N আকর্ষণী বল প্রয়োগ করে। পৃথিবী ও সূর্যের ভর যথাক্রমে 6 × 1024 kg ও 2.03 × 1030 kg হলে পৃথিবী হতে সূর্যের দূরত্ব কত?
পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে যেতে থাকলে অভিকর্ষজ ত্বরণ g এর মান-
0.2 kg এবং 0.5 kg ভরের দুটি বস্তু 5 m দূরে স্থাপন করলে বস্তু দুটি পরস্পর থেকে কত বলে আকর্ষণ করবে?
দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 10 m। বস্তু দুটি পরস্পরকে 20 N বলে আকর্ষণ করে। ১ম বস্তুটির ভর 2 kg হলে, ২য় বস্তুর ভর কত?
ক্রিয়া বল (F2) এবং প্রতিক্রিয়া বল (F2) এর মধ্যে সম্পর্ক কোনটি?
শক্ত মাটিতে হাটার ক্ষেত্রে আমরা নিউটনের কোন সূত্রের সাহায্যে এগিয়ে যাই?
১টি বন্দুক থেকে 500 m s-1 বেগে 10g ভরের ১টি গুলি ছোড়া হলো। বন্দুকের ভর 2 kg হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে?
ঘর্ষণ বল 5 N হলে 5 kg ভরের একটি বস্তুকে 5 m s² ত্বরণ অর্জন করতে কত বল প্রয়োগ করতে হবে?
একটি গাড়ির ভর 2 kg। সম্মুখগামী বল 20 N, ঘর্ষণজনিত বল 10 N। গাড়িটির ত্বরণ কত?
দ্রুত বেগে গতিশীল কোন গাড়িতে হার্ড ব্রেক করলে গাড়িটি না থেমে পিছলিয়ে খানিক দূরত্ব অতিক্রম করে কেন?
টায়ার এবং রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল নির্ভর করে কোনটির উপর?
একটি গাড়ির ভর 2 kg, সম্মুখ বল 20 N, ঘর্ষণজনিত বল 10 N। গাড়িটির ত্বরণ কত?
তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে বলা হয়-
চাকার বৃত্তাকার আকার কোন বলকে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে?
ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয় তা কী রূপে আবির্ভূত হয়?
জ্বালানি শক্তির অপচয় হয় কোনটির জন্য?
জড়তা -
i. একটি প্রাকৃতিক ঘটনা
ii. পরিবর্তনের জন্য বলের প্রয়োজন
iii. ওজন দ্বারা পরিমাপ করা যায়
নিচের কোনটি সঠিক?
চলন্ত বাস ব্রেক করলে-'
i. শরীরের নিচের অংশ স্থির হয়
ii. শরীরের উপরের অংশ নিচের অংশের চেয়ে এগিয়ে যায়
iii. যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে