গতিশীল বস্তু হলো--
i. রাস্তা-ঘাট
ii. পতনশীল বস্তু
iii. নিক্ষিপ্ত ক্রিকেট বল
নিচের কোনটি সঠিক?
প্রযুক্ত বল দ্বারা সম্ভব-
i. স্থির বস্তুকে গতিশীল করা
ii. গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করা
iii. গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করা
বল প্রয়োগের ফলে-
i. বস্তুর আকারের পরিবর্তন হয়
ii.. বস্তুর গতির দিক পরিবর্তন হয়
iii. বস্তুর বেগ হ্রাস বা বৃদ্ধি হয়
অস্পর্শ বল-
i. দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল
ii. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ক্রিয়াশীল বল
iii. দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল
বিকর্ষণধর্মী বল হচ্ছে-
i. মহাকর্ষীয় বল
ii. চৌম্বক বল
iii. তড়িৎ বল
নিউক্লীয় সবল বল-
i. আকর্ষণধর্মী
ii: আধানযুক্ত
iii. খুব স্বল্প পাল্লা বিশিষ্ট
একটি বন্দুক থেকে 10 gm ভরের একটি বুলেট 1000 km h-1 বেগে ছোড়া হলো। 15 cm পুরু একটি কাঠের টুকরো ভেদ করার পর তা থেমে গেল। বুলেটের প্রয়োগকৃত বলের মান কত?
একটি বন্দুক থেকে 5000 m s-1 বেগে 100g ভরের গুলি ছোঁড়া হলো। বন্দুকের ভর 2 kg হলে, বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে?
একজন শিকারী 2 kg ভরের বন্দুক থেকে 300 m s-1 বেগে 10 g ভরের গুলি ছুঁড়লে কী পরিমাণ বেগে ধাক্কা অনুভব করবে?
1 kg ভরের একটি বন্দুক থেকে 5g ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 m s-1 পশ্চাৎবেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত?
যেকোনো দুটি তলের অনিয়মিত প্রকৃতির ফল কোনটি-
কোন ঘর্ষণের জন্য মাছ পানিতে চলাচল করতে পারে?
পানিতে সাঁতার কাটার সময় কোন বাধা অতিক্রম করতে হয়?
একটি মার্বেল গ্লিসারিনের মধ্য দিয়ে গেলে কোন বল অনুভব করে?
একজন বালক 50 N বল দ্বারা ঘর্ষণহীন মেঝেতে 2 × 104 gm ভরের 4 বাক্সকে ধাক্কা দেয়। বাক্সটির ত্বরণ কত হবে?
নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে?
সাইকেলের চাকার সাথে রাস্তার ঘর্ষণ কোন ধরনের ঘর্ষণ?
প্যারাসুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে?
কোনটি অসংরক্ষণশীল বল?
কোন মেঝেতে রাখা 50 kg ভরের কোন বাক্সের উপর অনুভূমিকভাবে 147 N বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেঝে ও বাক্সের মধ্যবর্তী গতি ঘর্ষণ সহগ কত?