তরলের অভ্যন্তরে চাপ বাড়ে যখন-
i. গভীরতা বাড়ে
ii. আয়তন বাড়ে
iii. ঘনত্ব বাড়ে
নিচের কোনটি সঠিক?
জুতার উপর কী পরিমাণ চাপ পড়বে?
বস্তুটি বাতাসে রাখলে বাতাস দ্বারা কত বল অনুভব করবে?
4°C তাপমাত্রায় পানির ঘনত্ব কত gm/cc?
কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?
মানুষের রক্তচাপ বেড়ে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় কখন?
পদার্থের ধর্ম সাধারণত কোনটিতে বজায় থাকে?
একটা পদার্থের ধর্ম বজায় থাকে-
দুই বস্তুর আয়তন সমান হলেও যার-
ⅰ. ঘনত্ব বেশি সেটি ভারী,
ii. ঘনত্ব কম সেটি ভারী
iii. ঘনত্ব কম সেটি হালকা
কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কী বলে?
স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1 m লম্বা কাচ নল দিয়ে টরিসেলির পরীক্ষা করা হলে টরিসেলির শূন্যস্থানের উচ্চতা কত হবে?
স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটি কার সূত্র?
প্লাজমার কণাগুলো কীরূপ?
5°C তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে?
পদার্থের প্রসারণকে বিশ্লেষণ করার জন্য কয়টি রাশি রয়েছে?
কোনটি সত্য?
i. পানির তাপমাত্রা বৃদ্ধির প্রয়োজনীয় তাপ 21000 J
ii. পানির প্রয়োজনীয় তাপ বরফের প্রয়োজনীয় তাপের দ্বিগুণ
iii. বরফের প্রয়োজনীয় তাপ পানির প্রয়োজনীয় তাপের দ্বিগুণ
নিচের কোন সম্পর্কটি সঠিক?
তরলের প্রসারণ কত প্রকার?
তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে, বাষ্পায়ন-
একজন মানুষের দেহের তাপমাত্রা 100°F হলে, সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত?