কোন আইসোটোপের সাহায্যে ব্রেন, লিভার, প্লীহা এবং হাড়ের ইমেজিং সম্পন্ন করা হয়?
বাহ্যিক রেডিওথেরাপির ক্ষেত্রে ব্যবহৃত হয়-
i. উচ্চ শক্তিসম্পন্ন এক্স-রে
ii. কোবাল্ট বিকিরণ
iii. তেজস্ক্রিয় স্ট্রনশিয়াম
নিচের কোনটি সঠিক?
নিচের কোন যন্ত্রে নিউক্লীয় চৌম্বক অনুনাদ ব্যবহার করা হয়?
করোনারী আর্টারী রোগের রোগ নিরূপণে নিচের কোনটি ব্যবহৃত হয়?
হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ হলে, কর্মকান্ড বন্ধ হবে-
i. মস্তিষ্কের
ii. ফুসফুসের
iii. বৃক্কের
বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে?
ক্যালকুলাস আবিষ্কার করেন কে?
1 পেটামিটার কত মিটারের সমান?
দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্র কোনটি?
পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?
নিচের কোনটি স্কেলার রাশি?
নিচের কোনগুলো ভেক্টর রাশি?
একটি বস্তু r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব হবে -
যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
কোনো গাড়ি সোজা উত্তর দিকে 10 min এ 3 km দূরত্ব অতিক্রম করে সোজা পূর্ব দিকে 15 min এ 4 km দূরত্ব অতিক্রম করল। গাড়িটির মোট সরণ কত?
একটি বস্তু সরল পথে 10 m অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 m ফিরে এলো। দূরত্ব ও সরণের পার্থক্য কত?
করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মি. ব্যাসার্ধের একটি বৃত্তাকার ট্র্যাক একবার ঘুরে আসল । তার সরণ হবে—
g এর আদর্শ মান কত?
স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে চারগুণ দূরত্বে বেগের কতগুণ বৃদ্ধি পাবে?
কোন বস্তুকে g এর অর্ধেক বেগে খাড়া উপরে নিক্ষেপ করলে এটি কত সময় পর ভূপৃষ্ঠে পতিত হবে?