কোন স্থানে মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু ১ম 5s সময়ে 50 m দূরত্ব অতিক্রম করে । 10 s সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে?
চলন্ত একটি বাসের ভিতরের যাত্রী-
i. বাসের সাপেক্ষে স্থির
ii. ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির
iii. বাসের অন্য যাত্রীর সাপেক্ষে স্থির
নিচের কোনটি সঠিক?
10 kg ভরের কোনো বন্ধু 10 m s-1 বেগে গতিশীল হলে এর ভরবেগ হবে-
নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়?
'ইলেকট্রো উইক ফোর্স' কোন দুটি বলের সমন্বিত রূপ?
কোন বলটিকে পদার্থবিজ্ঞানের চমকপ্রদ বল বলে?
সাম্য বলের বাস্তব উদাহরণ কোন প্রতিযোগিতায় দেখতে পাওয়া যায়?
7500 kg ms-1 ভরবেগের একটি ট্রাকের গতিবেগ 54 km h-1 হলে ট্রাকটির ভর কত?
গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে?
লুব্রিকেন্ট ব্যবহার করা হয়-
থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে-
i. শরীরের নিচের অংশ গতিশীল হয়
ii. শরীরের উপরের অংশ গতিশীল হয়
iii. শরীরের নিচের অংশের সাপেক্ষে উপরের অংশ পিছিয়ে পড়ে
একটি বন্দুক থেকে 400 m s-1 বেগে 10g ভরের একটি গুলি ছোঁড়া হলো। বন্দুকের ভর 112kg হলে পশ্চাৎ বেগ কত?
সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি?
কোন বস্তুর উপর লম্বি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
10 kg ভরের একটি স্থির বস্তুর উপর 100 N বল 0.1 s সময়ব্যাপী ক্রিয়া করলে-
i. ত্বরণ 10 m s-2
ii. ভরবেগের পরিবর্তন 10 kg m s-1
iii. বলের ঘাত 10 Ns
কোনো বস্তুর উপর 10 N বল প্রয়োগ করে 5m দূরত্বে ঠেলে নিয়ে বস্তুটিকে গতিশীল করে ছেড়ে দিলে বস্তুটি আরও 2 m দূরত্ব অতিক্রম করে থেমে গেলে প্রযুক্ত বল দ্বারা কৃতকাজ কত জুল?
400 N বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
একটি হাল্কা ও একটি ভারী বস্তুর ভরবেগ একই। কোনটির গতিশক্তি বেশি?
কোনো বস্তুর বেগ ও গুণ করা হলে এর গতিশক্তি বাড়ে-