তার কুন্ডলীর পাকের সংখ্যা বৃদ্ধি পেলে আবিষ্ট তড়িৎ প্রবাহের কী ঘটবে?
ট্রান্সফর্মারের কুন্ডলীদ্বয়ের শক্তি এদের পাক সংখ্যার-
শব্দ শোনার জন্য কোন যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়?
তড়িৎ মোটরে কয়েলের দৈর্ঘ্য বাড়ালে কী ঘটবে?
একটি ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুন্ডলীর পাক-সংখ্যা যথাক্রমে 30 এবং 150। গৌণ কুন্ডলীর তড়িৎ প্রবাহ 24 হলে মুখ্য কুন্ডলীর তড়িৎ প্রবাহ কত?
একটি ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে ভোল্টেজ 6 V এবং পাকসংখ্যা 300 গৌণ কুন্ডলীর ভোল্টেজ 18V হলে গৌণ কুণ্ডলীর পাকসংখ্যা কত?
তাড়িতচৌম্বক আবেশ পরীক্ষায় কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি বোঝার জন্য এর দুই প্রান্তের সাথে কি যুক্ত করা যায়?
পরিবাহী তারের কুন্ডলীর মধ্যে চৌম্বকক্ষেত্রের পরিবর্তন করে কোনটি তৈরি করা হয়েছে?
একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাঁচসংখ্যা 50, সেকেন্ডারি কয়েলের প্যাঁচসংখ্যা 500, প্রাইমারি কয়েল দিয়ে 12 V AC দেওয়া হলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত হবে?
তাড়িত চৌম্বকের ব্যবহার-
i. বৈদ্যুতিক ঘণ্টা
ii. টেলিভিশন
iii. ক্রেন
নিচের কোনটি সঠিক?
ট্রান্সফর্মারটির মুখ্য কুণ্ডলীতে 220V প্রদান করা হলে গৌণ কুণ্ডলীল ভোল্টেজ কত হবে?
কোনো চোঙের উপর অন্তরিত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎ প্রবাহ চালালে চৌম্বক ক্ষেত্রের কী ঘটবে?
কোন ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে বিভব 440 V এবং প্রবাহ 0.1 A। ট্রান্সফর্মারটির ক্ষমতা কত?
একটি আরোহী ট্রান্সফর্মারে মুখ্য কুন্ডলীর তুলনায় গৌণ কুন্ডলীতে নিচের কোনটির মান কম পাওয়া যায়?
জেনারেটরের ক্ষেত্রে-
i. তড়িৎ যান্ত্রিক শক্তি
ii. যান্ত্রিক শক্তি-তড়িৎ শক্তি
iii. যান্ত্রিক শক্তি-পরবর্তী প্রবাহ
দুটি চুম্বক পরস্পরের মধ্যে কত ধরনের বল প্রয়োগে সক্ষম?
বৈদ্যুতিক মোটরের দ্রুতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য কোনটি বাড়াতে হবে?
ট্রান্সফর্মারের কোন অংশে তড়িৎ প্রবাহ প্রয়োগ করা হয়?
আবিষ্ট ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা যায়-
i. তার কুন্ডলীর পাক বা প্যাঁচের সংখ্যা বাড়িয়ে
ii. চুম্বককে বা তার কুন্ডলীকে আস্তে আস্তে আনা-নেওয়া করে
iii. চুম্বকের মেরু শক্তি হ্রাস করে