কোনো চোঙের উপর অন্তরিত তার পেঁচিয়ে সলিনয়েড তৈরি করে তাতে তড়িৎ প্রবাহ চালালে চৌম্বক ক্ষেত্রের কী ঘটবে?
একটি স্প্রিং এর এক প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে অপর মাথায় একটি বস্তু যুক্ত করে দুলতে দিলে তার গতি হবে-
i. সরলরৈখিক গতি
ii. স্পন্দন গতি
iii. পর্যাবৃত্ত গতি
উপরের কোনটি সঠিক?
একটি ট্রান্সফর্মারের মুখ্য ও গৌণ কুন্ডলীর পাক-সংখ্যা যথাক্রমে 30 এবং 150। গৌণ কুন্ডলীর তড়িৎ প্রবাহ 24 হলে মুখ্য কুন্ডলীর তড়িৎ প্রবাহ কত?
হূৎপিণ্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য কয়টি ইলেকট্রোড ব্যবহৃত হয়?
সময় t ও শব্দের বেগ v হলে, সমুদ্রের গভীরতা এ নির্ণয়ের ক্ষেত্রে -
i শব্দ সর্বমোট এ দূরত্ব অতিক্রম করে
ii. d =v × t2
iii. শব্দ সর্বমোট 2d দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য বাড়িঘরে কি ব্যবহার করা হয়?