কোন তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে?
বাস্তব বিম্ব তৈরি হয়-
i. সিনেমার পর্দায়
ii. ডিজিটাল ক্যামেরায়
iii. সমতল দর্পণে
নিচের কোনটি সঠিক?
20 kg ভরের একটি বস্তু 100 m দূরত্ব অতিক্রম করলে কাজ কত হবে?
কোনটি ঘনত্বের একক?
একটি মুক্তভাবে পড়ন্ত বস্তু 5s এ 25 m দূরত্ব অতিক্রম করে। ৬ষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্বে যাবে?
কোনো নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত একটি বস্তু A মাধ্যমে 20 cm তরঙ্গ দৈর্ঘ্য এবং 160 m s-1 বেগ সম্পন্ন তরঙ্গ উৎপন্ন করে। বস্তুটি B মাধ্যমে 240 ms-1 বেগের তরঙ্গ উৎপন্ন করলে এ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে?