কাঠ কেটে ফার্নিচার তৈরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
নিচের কোনটি প্রত্যক্ষভাবে রূপগত উপযোগ সৃষ্টিতে সাহায্য করে?
জনাব সুমন একটি ইটের ভাটা গড়ে তোলেন। ইটের ভাটায় উৎপাদন শুরু হওয়ার পর প্রথম ছয় মাসে ১০০ জন শ্রমিক প্রতি মাসে ১৫ লাখ ইট তৈরি করে এবং পরবর্তী ছয় মাসে একই পরিমাণ শ্রমিক ২০ লাখ ইট তৈরি করে। এতে ইটের ভাটার প্রচুর লাভ হয় এবং কর্মকর্তা- কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি পায়। উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে?
জনাব কল্লোল 'হাইওয়ে' ট্রান্সপোর্ট কোম্পানির মালিক। রাজশাহী থেকে ঢাকায় আম সরবরাহের ক্ষেত্রে তার প্রতিষ্ঠানের নিজস্ব ট্রাক ব্যবহার করা হয়। বর্তমানে 'হাইওয়ে' কোম্পানির বিভিন্ন শাখায় অসংখ্য লোক কর্মরত আছে। জনাব কল্লোলের ভোক্তাদের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোন ধরনের উপযোগের সম্পৃক্ততা রয়েছে?
জনাব তুর্য মুন্সীগঞ্জে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। আশপাশের আলুচাষি ও আলু ব্যবসায়ীরা এ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে। এর মাধ্যমে অফ সিজান তারা প্রচুর মুনাফা অর্জন করে। উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে?
মিসেস কল্পনা ঢাকার ধানমন্ডিতে একটি ডে-কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করেন। এখানে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মজীবী মহিলাদের ২-৬ বছরের বাচ্চাদের দেখাশোনা করা হয়। মিসেস সানন্দা তার সন্তানকে প্রতিদিন উক্ত ডে-কেয়ার সেন্টারে দিয়ে অফিসে যান। এভাবেই কর্মজীবী মহিলারা নিশ্চিন্তে ও নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
মিসেস নওরিন নিজস্ব বাসার নিচ তলায় একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। উক্ত বিউটি পার্লারটিতে মহিলাদের চুল কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে।
১০জন মহিলাকে কাজে লাগিয়ে তিনি দক্ষতার সাথে পার্লারটি পরিচালনা করেন। মিসেস নওরিনের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
পাভেল সাহেবের ফার্নিচারের কারখানায় কাঠ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের আসবাবপত্র তৈরি করা হয়। ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে তাদের পছন্দনীয় ফার্নিচার তৈরি করে দেন। পাভেল সাহেবের কারখানায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো কম খরচে গার্মেন্টস সামগ্রী উৎপাদন করে প্রতিযোগীদের তুলনায় কম মূল্যে ক্রেতাদের নিকট বিক্রি করে সফলতা অর্জন করছে। বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো উৎপাদনের কোন উপকরণের ওপর ভিত্তি করে টিকে আছে?
উৎপাদনের মাধ্যমে তৈরি করা হয়-
i. দ্রব্য
ii. সেবা
iii. শিল্প
নিচের কোনটি সঠিক?
উৎপাদন খাতের অন্তর্ভুক্ত হলো:
i. কৃষি
উৎপাদনের মাধ্যমে-
i. জীবনযাত্রার মান উন্নত হয়
ii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
iii. বিক্রয়ের কাজ সহজ হয়
উৎপাদনকারী হলো: অধ্যায়-
i. আমদানিকারক
ii. গার্মেন্টস শিল্পের মালিক
iii. পাটকলের মালিক
উৎপাদনের উপকরণ হলো:
i. ভূমি ও শ্রম
ii. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
iii. মূলধন ও সংগঠন
উৎপাদনের বহির্ভূত প্রক্রিয়া হলো:
i. রূপান্তর
ii. বিনিময়
iii. বণ্টন
উৎপাদনের সুবিধা হলো :
i. পণ্য প্রমোশন
ii. চাহিদা পূরণ
iii. কর্মসংস্থান সৃষ্টি
উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব হলো:
i. মানবকল্যাণ
iii. বিক্রয় বৃদ্ধি
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কারণ হলো:
i. সম্পদের সদ্ব্যবহার
ii. উপযোগ সৃষ্টি
iii. জীবনযাত্রার মানোন্নয়ন
দেশের অর্থনৈতিক উন্নয়নে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা উৎপাদনের মাধ্যমে-
i. মুদ্রাস্ফীতি হ্রাস পায়
ii. সম্পদের সদ্ব্যবহার হয়
iii. মানবকল্যাণ সাধন হয়
দেশের সামাজিক কল্যাণে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে-
i. চাহিদা বৃদ্ধি পায়
ii. ভোগ বৃদ্ধি পায়
iii. জীবনযাত্রার মান উন্নত হয়