মিসেস নওরিন নিজস্ব বাসার নিচ তলায় একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। উক্ত বিউটি পার্লারটিতে মহিলাদের চুল কাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে।
১০জন মহিলাকে কাজে লাগিয়ে তিনি দক্ষতার সাথে পার্লারটি পরিচালনা করেন। মিসেস নওরিনের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
উৎপাদনের মাধ্যমে তৈরি করা হয়-
i. দ্রব্য
ii. সেবা
iii. শিল্প
নিচের কোনটি সঠিক?
উৎপাদন খাতের অন্তর্ভুক্ত হলো:
i. কৃষি
উৎপাদনের মাধ্যমে-
i. জীবনযাত্রার মান উন্নত হয়
ii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
iii. বিক্রয়ের কাজ সহজ হয়
উৎপাদনকারী হলো: অধ্যায়-
i. আমদানিকারক
ii. গার্মেন্টস শিল্পের মালিক
iii. পাটকলের মালিক
উৎপাদনের উপকরণ হলো:
i. ভূমি ও শ্রম
ii. প্রমিতকরণ ও পর্যায়িতকরণ
iii. মূলধন ও সংগঠন
উৎপাদনের বহির্ভূত প্রক্রিয়া হলো:
i. রূপান্তর
ii. বিনিময়
iii. বণ্টন
উৎপাদনের সুবিধা হলো :
i. পণ্য প্রমোশন
ii. চাহিদা পূরণ
iii. কর্মসংস্থান সৃষ্টি
উৎপাদনের অর্থনৈতিক গুরুত্ব হলো:
i. মানবকল্যাণ
iii. বিক্রয় বৃদ্ধি
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কারণ হলো:
i. সম্পদের সদ্ব্যবহার
ii. উপযোগ সৃষ্টি
iii. জীবনযাত্রার মানোন্নয়ন
দেশের অর্থনৈতিক উন্নয়নে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা উৎপাদনের মাধ্যমে-
i. মুদ্রাস্ফীতি হ্রাস পায়
ii. সম্পদের সদ্ব্যবহার হয়
iii. মানবকল্যাণ সাধন হয়
দেশের সামাজিক কল্যাণে পণ্য উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে-
i. চাহিদা বৃদ্ধি পায়
ii. ভোগ বৃদ্ধি পায়
iii. জীবনযাত্রার মান উন্নত হয়