বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো কম খরচে গার্মেন্টস সামগ্রী উৎপাদন করে প্রতিযোগীদের তুলনায় কম মূল্যে ক্রেতাদের নিকট বিক্রি করে সফলতা অর্জন করছে। বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো উৎপাদনের কোন উপকরণের ওপর ভিত্তি করে টিকে আছে?
একটি উত্তম বিন্যাসে কার্যকেন্দ্রগুলো অবস্থান করে-
i. পাশাপাশি
ii. কম দূরত্বে
iii. বেশি দূরত্বে
নিচের কোনটি সঠিক?
পণ্য ডিজাইনের ফলে সৃষ্টি হয়-
i. স্বাতন্ত্র্যতা
ii. পৃথকীকরণ
iii. ভোক্তার চাহিদা
জনাব মাসুদ কোন বাজারে চিংড়ি বিক্রয় করেন?
দ্রব্যসামগ্রী উৎপাদিত হয় প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের-
i. শ্রমযুক্ত হয়ে
ii. উদ্ভাবনী শক্তি যুক্ত হয়ে
iii. মর্যাদা যুক্ত হয়ে
উৎপাদনের সব উপাদানের যোগানদাতা কে?