জনাব শিহাব দীর্ঘদিন ধরে ফরিদপুরে পেঁয়াজের ব্যবসায় পরিচালনা করেন। তিনি মৌসুমে ব্যাপক পরিমাণে পেঁয়াজ ক্রয় করে নিজস্ব ব্যবস্থায় সংরক্ষণ করেন। অফ সিজনে নিজস্ব ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এতে তিনি প্রচুর লাভবান হন। জনাব শিহাবের কার্যক্রমের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয়-
i. রূপগত
ii. সময়গত
iii. স্থানগত
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের বর্ণনা মতে, আগে নিচের কোন পণ্যটি ক্রয়ের ক্ষেত্রে ব্র্যান্ড দেখা হতো
উদ্দীপকে উল্লিখিত কৃষিজাত ভোগ্যপণ্যের ব্র্যান্ড পরিচিতিতে মি. শফিকের আগ্রহী হওয়ার কারণ-
i. এই পণ্যের দাম কম
ii. এক্ষেত্রে দরকষাকষির প্রয়োজন হয় না
iii. এ পণ্যের মানের বিষয়ে নির্ভর করা যায়
জনাব মিলন সরাসরি দিনাজপুরের লিচু বাগান থেকে উন্নত জাতের। সুস্বাদু লিচু সংগ্রহ করে সরাসরি তার ভাই ফল ব্যবসায়ী জনাব কমলের কাছে পাঠায়। জনাব কমলের লিচুর মান ভালো হওয়ায় ভোক্তারা সন্তুষ্ট। তাই তার দোকানে ক্রেতা সমাগম বেশি। দুই ভাইয়ের কার্যক্রমের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে-
i. স্বত্বগত
মিসেস পারভীন মিরপুরে তার নিজস্ব বাসায় নকশিকাঁথা তৈরি করে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। এতে তিনি আর্থিকভাবে প্রচুর লাভবান হন। মিসেস পারভীনের কার্যক্রমের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে-
i. সময়গত
ii. রূপগত
মিসেস সুস্মিতা ঢাকার গুলশানে একটি জিম ও ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি তার এ প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জামাদি এশিয়ান স্কাই শপ থেকে সংগ্রহ করেন। এখন এ প্রতিষ্ঠানের সচেতন মহিলাদের আসা-যাওয়া ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মিসেস সুস্মিতার কার্যক্রমের মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে-
i. সেবাগত
iii. স্বত্বগত
উৎপাদন বাড়লে কোনটি বাড়বে?
উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উৎপাদনের আওতা কত প্রকার?
উৎপাদনের মাধ্যমে কোনটি বাড়ে?
প্রতিষ্ঠানে অধিক পরিমাণে যন্ত্রপাতি ব্যবহারের ফলে কোনটি ঘটে?
নতুন পণ্য উৎপাদনে সহায়তা করে কোনটি?
কোনটি উৎপাদনের পর্যায়ভুক্ত?
পণ্য স্থানান্তর করলে যে উপযোগিতা পাওয়া যায় তাকে কী বলে?
পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
যে খাতে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে কী বলে?
সাধারণত মালিকানা পরিবর্তনের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে কোন ধরনের উপযোগিতা পাওয়া যায়?
পণ্য কেনা-বেচার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
কীভাবে নতুন উপযোগ সৃষ্টি করা যায়?