জনাব তুর্য মুন্সীগঞ্জে একটি কোল্ড স্টোরেজ স্থাপন করেন। আশপাশের আলুচাষি ও আলু ব্যবসায়ীরা এ কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে। এর মাধ্যমে অফ সিজান তারা প্রচুর মুনাফা অর্জন করে। উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে?
কোনটির অনুপস্থিতিতে উৎপাদনকার্য চালানো অসম্ভব?
মাছ ছোট ছোট প্যাকেট করে বিক্রয়ের ভাবনা কোন পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ?
চেইন স্টোর কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
বিন্যাসের ডিজাইনের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় মূলত -
i. ডিজাইনকে সুন্দর করতে
ii. ডিজাইনকে আধুনিক করতে
iii. ডিজাইনকে গতানুগতিক করতে
নিচের কোনটি সঠিক?
কোনটি ভোক্তাবাজার বিভক্তিকরণের আচরণিক উপাদান?