একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ের স্বাভাবিক উৎপাদন হলো-
উৎপাদনের মাত্রা কোন ক্ষেত্রে কম নির্ধারণ করা উচিত?
অতিরিক্ত উৎপাদনের সাথে স্থির ব্যয় যোগ করলে কী হবে?
কিসের ওপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়?
স্বাভাবিকভাবে উৎপাদনকার্য পরিচালনা করে সর্বোচ্চ উৎপাদন করাকে কী বলে?
সেমুলেশন পদ্ধতিতে করা হয়-
i. একাধিক বিকল্পকে চিহ্নিত
ii. বিকল্পসমূহ যাচাই
iii. সেবা প্রদানের সময় নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে মি. জামিল যে কথা বলেছেন, তা কোন ধরনের উৎপাদন ক্ষমতাকে নির্দেশ করে?
কোন ধরনের উৎপাদন ক্ষমতায় ব্যয় সাশ্রয় হয়?
উৎপাদন ক্ষমতা বলতে উৎপাদনের কোন মাত্রাকে বোঝায়?
Average output rate / Effective capacity সমীকরণটির সাহায্যে কী নিরূপণ করা যায়?
জনাব সুজন আশুলিয়ায় একটি ম্যাংগো জুস ফ্যাক্টরি স্থাপন করেন। উত্ত ফ্যাক্টরির বার্ষিক মোট উৎপাদন ক্ষমতা ৫০ লক্ষ ইউনিট। কিন্তু আমের পর্যাপ্ত ফলন না হওয়ায় ফ্যাক্টরিতে আমের সরবরাহ কম হয়। এতে বছর শেষে দেখা যায় ৪০ লক্ষ ইউনিট জুস উৎপাদন সম্ভব হয়েছে। উক্ত জুস ফ্যাক্টরির মেরামত কাজে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয়েছে কিন্তু মুনাফা হ্রাস পেয়েছে। জনাব সুজনের সর্বোচ্চ সদ্ব্যবহারের পরিমাণ কত?
সর্বদা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করলে কী ঘটতে পারে?
উদ্দীপকে 'হোয়াইট সিমেন্ট ইন্ডাস্ট্রি' কোন ধরনের উৎপাদন ক্ষমতা অনুসরণ করেছে?
উৎপাদন ক্ষমতা নির্ধারণের বাহ্যিক উৎপাদনের উদাহরণ কোনটি?
কী তৈরি করে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়?
উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে-
i. পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত হয়
ii. স্থির ব্যয় অন্তর্ভুক্ত হয়
iii. পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত হয় না
কোনো প্রতিষ্ঠান তার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে পারে তাকে কী বলে?
অসীম ব্যয়ী উৎপাদন মাত্রা হলো-
i. ব্যয় বাড়ে
ii. প্রযুক্তি ব্যবহার
iii. অপচয় বাড়ে
প্রতিষ্ঠানে সম্ভাব্য উৎপাদন সামর্থ্য পরিমাপ করা যায় কিসের মাধ্যমে?