কোনটির মাধ্যমে পণ্যকে আকর্ষণীয় করে তোলা যায়?
একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পাওয়ার কারণ-
i. উৎপাদনের অপচয় হ্রাস
ii. প্রতিযোগিতা বৃদ্ধি
iii. দ্রুত উৎপাদন
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি পণ্য ডিজাইন বহির্ভূত?
ক্রেতার পছন্দ-অপছন্দ অনুসারে পণ্যের উৎকর্ষ সাধনে কাঠামোগত পরিবর্তনকে কী ডিজাইন বলে?
উক্ত পরিস্থিতিতে মানিক মিয়ার করণীয়-
i. বিচ্যুতির কারণ নির্ণয়
ii. সচেতনতা বৃদ্ধি করা
iii. সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ
ISO-9000 কয়টি সনদ দ্বারা গঠিত?
নিম্নের কোনটি প্রতিরোধ ব্যয়?
মান কী?
সার্বিক মান ব্যবস্থাপনা হলো-
i. অবিরাম উৎকর্ষ সাধন
ii. প্রত্যেককে অন্তর্ভুক্তকরণ
iii. ক্রেতা সন্তুষ্টি
তানিয়া ফ্যাশন হাউজ কাপড়ে ডিজাইন করার ক্ষেত্রে রং, সেলাই ও স্থায়িত্বের দিকে বিশেষ গুরুত্ব দেয়। এক্ষেত্রে পণ্যের ডিজাইনের সার্বিক দায়িত্ব কিসের ওপর ন্যস্ত থাকে?
ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান, সংরক্ষণ, উন্নয়ন ও নিয়ন্ত্রণকে কী বলে?
BSTI কী ধরনের প্রতিষ্ঠান?
মান ব্যবস্থাপনা কী ধরনের কাজ?
ক্রেতাসাধারণ কর্তৃক পণ্য বা সেবা গ্রহণের পর যে ব্যয় সংঘটিত হয় তাকে কী ধরনের ব্যয় বলা হয়?
১৯৮৯ সালে কোন আইনের আওতায় কোনো পণ্যের জন্য সরকারি অনুমোদনের পর BSTI-এর সীল প্রদান বাধ্যতামূলক করা হয়েছে?
কর্মীদের মানোন্নয়নের সাথে যে ব্যয় জড়িত তাকে কী বলে?
দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে কোন সংস্থা কর্তৃক মান নির্ধারিত হয়?
ISO 9001 মানসংক্রান্ত কতটি বিষয়ের ওপর দৃষ্টিপাত করে?
উক্ত সংস্থা কর্তৃক পণ্যের মান নির্ধারণের ফলে-
i. স্থানীয় চাহিদা বৃদ্ধি পায়
ii. প্রতিযোগিতা মোকাবিলা সহজ হয়
iii. বৈদেশিক চাহিদা বৃদ্ধি পায়