উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে কাঁচামালকে কিসে রূপান্তর করা হয়?
ফারিহা ব্রেড-এর ক্রয় বিভাগ থেকে প্রাপ্ত তথ্য সহায়তা করে-
i. ক্রয় সিদ্ধান্ত গ্রহণে
ii. উৎপাদন ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণে
iii. সরকারকে কর প্রদানে
নিচের কোনটি সঠিক?
দ্রব্য মানুষের যে সকল উপকার করে-
i. অভাব মোচন
ii. উপযোগ সৃষ্টি
iii. আর্থিক সংকট সৃষ্টি
লিভার ব্রাদার্সের অন্যতম বিভাগ হলো উৎপাদন ব্যবস্থাপনা বিভাগ। উৎপাদন ব্যবস্থাপনা কর্মকাল পরিচালিত হয় –
i. দ্রব্য উৎপাদনে
ii. সেবা উৎপাদনে
iii. পণ্যের বণ্টনে
দ্রব্যের সাধারণ বৈশিষ্ট্য হলো-
i. অদৃশ্যমান
ii. স্থানান্তরযোগ্য
iii. হস্তান্তরযোগ্য
কোনো বস্তুকে পণ্য হতে হলে তার যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, তা হলো-
i. দৃশ্যমানতা
ii. অদৃশ্যমানতা
iii. উপযোগিতা
পণ্য হলো বিক্রয়যোগ্য এমন কিছু যা-
i. মানুষ অর্থ দিয়ে কিনতে পারে
ii. মানুষের অভাব পূরণ করে
iii. মানুষের সন্তুষ্টি বিধান করে
যেসব পণ্য সরাসরি প্রকৃতি হতে সংগ্রহ করা হয় তাকে কী পণ্য বলে?
সেবার উপযোগিতা কোন ধরনের?
সামাজিক প্রতিষ্ঠানের আওতাভুক্ত হচ্ছে-
i. যমুনা সেতু
ii. নারী ও শিশু অধিকার সংস্থা
iii. আইন ও সালিশ কেন্দ্র
গ্যান্ট চার্টের প্রবর্তক বলা হয় কাকে?
সঠিক ও উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে-
i. অপচয় হ্রাস পায়
ii. ব্যয় হ্রাস পায়
iii. আয় বৃদ্ধি পায়
পরিবেশ দূষণ রোধে কাজ করে কোন প্রতিষ্ঠানটি।
শিক্ষা খাত হচ্ছে একটি-
i. সেবা খাত
ii. স্বয়ংসম্পূর্ণ খাত
iii. অন্বয়ংসম্পূর্ণ খাত
অদক্ষ কর্মীর প্রভাবে উৎপাদনশীলতা-
i. ত্বরান্বিত হয়
ii. বাধাগ্রস্ত হয়
iii. পশ্চাৎপদ হয়
সেবা কীরূপ দ্রব্য?
জনাব মারুফের উৎপাদিত মোবাইল ফোন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
পণ্য ডিজাইনের ফলে বৃদ্ধি পায়-
i. পণ্যের বিক্রয় ও মুনাফা
ii. পণ্যের উপযোগ
iii. পণ্যের আকর্ষণ
পণ্য ডিজাইনের উদ্দেশ্য হলো-
i. ব্যয় হ্রাস
ii. আকর্ষণ সৃষ্টি
iii. উৎপাদনশীলতা হ্রাস
যে ডিজাইনে রূপান্তরকরণ প্রক্রিয়ায় কলাকৌশল পরিবর্তন করা হয় তাকে কোন ডিজাইন, বলে?