জনাব সুজন আশুলিয়ায় একটি ম্যাংগো জুস ফ্যাক্টরি স্থাপন করেন। উত্ত ফ্যাক্টরির বার্ষিক মোট উৎপাদন ক্ষমতা ৫০ লক্ষ ইউনিট। কিন্তু আমের পর্যাপ্ত ফলন না হওয়ায় ফ্যাক্টরিতে আমের সরবরাহ কম হয়। এতে বছর শেষে দেখা যায় ৪০ লক্ষ ইউনিট জুস উৎপাদন সম্ভব হয়েছে। উক্ত জুস ফ্যাক্টরির মেরামত কাজে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয়েছে কিন্তু মুনাফা হ্রাস পেয়েছে। জনাব সুজনের সর্বোচ্চ সদ্ব্যবহারের পরিমাণ কত?