বিপণন সৃষ্টি করে-
i. ক্রেতা ভ্যালু
ii. বণ্টন
iii. ক্রেতা সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক্রেতাসন্তুষ্টি নির্ভর করে-
i. পুণ্যের মানের ওপর
ii. ক্রেতার প্রত্যাশার ওপর
iii. প্রত্যাশা অনুযায়ী পণ্য প্রাপ্তির ওপর
বাংলাদেশের অর্থনীতিতে বিপণন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কারণ এর মাধ্যম-
i. জনসংখ্যা বৃদ্ধি পায়
ii. কৃষির উন্নয়ন হয়
iii. সুষ্ঠু বণ্টন নিশ্চিত হয়
বিপণনের বৈশিষ্ট্য হলো-
i. সামাজিক প্রক্রিয়া
ii. উদ্ভাবন প্রক্রিয়া
iii. জীবনযাত্রার মান উন্নয়ন
রবিন ও রাহিম যে দোকানে আশ্রয় নিয়েছে সে দোকানের অবস্থান একটি বাজারে হওয়ায় এর বৈশিষ্ট্য হতে পারে-
i. বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি
ii. ক্রেতাদের পণ্যের অভাব বিদ্যমান
iii. অর্থ ব্যয়ের ইচ্ছা ও সামর্থ্য বিদ্যমান
বিপণনের উৎপাদন যুগে পরিলক্ষিত হয়-
i. ব্যাপক উৎপাদন ও শ্রমের বিভাজন
ii. রেলপথ উন্নয়ন ও বাষ্পচালিত যানবাহন সৃষ্টি
iii. বিক্রয়কর্মী, এজেন্ট ও মধ্যস্থব্যবসায়ীর ধারণার উদ্ভব ও প্রসার