প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে কী হয়?
নিচের কোন বিষয়টি বিপণনের মৌলিক ধারণাবহির্ভূত?
ক্রেতা ভ্যালু বৃদ্ধি পায়, যদি-
i. পণ্যের মান বা সেবা বৃদ্ধি পায়
ii. পণ্যের মূল্য বা দাম হ্রাস পায়
iii. পণ্যের মান হ্রাস বা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
একজন ক্রেতার পণ্য ক্রয়ের উদ্দেশ্য হলো-
i. বিক্রয় করে লাভবান হওয়া
ii. পরবর্তী উৎপাদনে ব্যবহার করা
iii. পারিবারিক ভোগে ব্যবহার করা
বিপণন মতবাদের মূল ভিত্তি হলো-
i. ভোক্তার প্রয়োজন
ii. সমন্বিত বিপণন
iii. ক্রেতাসন্তুষ্টি বিধান
বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়?
সামাজিক বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়?
বিপণন কিসের ওপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে?
বিপণনের মৌলিক ধারণা কোনটি?
বিপণনের বৈশিষ্ট্য বহির্ভূত কোনটি?
জ্ঞান অন্বেষণ কোন ধরনের প্রয়োজন?
ক্ষুধা লাগলে একজন বাংলাদেশি ভাত খেতে চায়, অন্যদিকে একজন আমেরিকান বার্গার খেতে চায়। এটি কিসের উদাহরণ?
বিপণনে বাজার, কিসের সাথে সম্পৃক্ত
বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
বিপণনের ক্রমবিবর্তনের কোন পর্যায়ে মানুষের প্রয়োজন ছিল সীমিত?
বিপণনের ক্রমবিবর্তনের কোন পর্যায়ে/যুগে ভোক্তার প্রয়োজনের ওপর গুরুত্ব প্রদান করা হয়?
জনহিতকর ও পরিবেশবান্ধব পণ্য উন্নয়ন বিপণনের ক্রমবিবর্তনের কোন পর্যায়/যুগের সাথে সম্পৃক্ত?
বিপণনের ক্রমবিবর্তনের কোন পর্যায়ে/যুগে ফেসবুকের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়?
আক্রমণাত্মক বিক্রয় কৌশল, ও ব্যাপক বিজ্ঞাপন বিপণনের কোন যুগের অন্তর্ভুক্ত?
বিপণনের কোন যুগে পরিবেশবান্ধব পণ্য বিপণনের ওপর গুরুত্ব দেওয়া হয়?